India & World UpdatesHappeningsBreaking News
হিমাচল খোয়াল বিজেপি, কংগ্রেসে মন্ত্রিসভা গঠনের তোড়জোড়People’s mandate in Himachal goes in favour of Congress
ওয়েটুবরাক, ৮ ডিসেম্বর : হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ১১টি আসনে জিতে গিয়েছে কংগ্রেস। এগিয়ে আছে ২৮টি আসনে। বিজেপি ৯টি আসনে জিতে গিয়েছে। ১৭ টি আসনে এগিয়ে আছে বিজেপি। শূন্যে ঠেকতে চলেছে সিপিএম। গতবার একটি আসন জিতেছিল এরা।
৬৮ আসনের ওই রাজ্যে সরকার গঠনের জন্য ৩৫টি আসনের প্রয়োজন৷ কংগ্রেস কর্মীরা জয়ের আনন্দে মেতে উঠেছেন।
এখন বিধায়কদের কিনে নিতে পারে বিজেপি, এমনটাই আশঙ্কা কংগ্রেসের। ছত্তীসগঢ়ের কংগ্রেস নেতা, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, “আমরা সরকার গঠন করব। তবে আমাদের সতর্ক থাকতে হচ্ছে, কারণ বিজেপি সবকিছু করতে পারে।”
হিমাচল প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রতিভা বীরভদ্র সিং বলেন, “চণ্ডীগড় বা যে কোনও জায়গায় আমাদের বিধায়কদের নিয়ে যেতে পারি। যাঁরা জিতেছেন, তাঁরা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা সরকার গঠন করব।”
বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর অবশ্য বলেছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ওদের নিজেদের দায়িত্ব নিতে হবে।