Barak UpdatesBreaking News

ডায়েট অধ্যক্ষের ফাঁসির দাবিতে রাজপথে রামকৃষ্ণনগরের মানুষ
People took to streets demanding capital punishment of Principal DIET

২৬ অক্টোবর : কালীগঞ্জ ডায়েট অধ্যক্ষ প্রভাত নাথের গাড়ির ধাক্কায় এক প্রতিবেশী যুবকের মৃত্যুর ঘটনায় এ বার জল গড়াল অন্যদিকে। সাধারণ মানুষের উত্তাল প্রতিবাদে পুনরায় উত্তপ্ত হয়ে উঠল করিমগঞ্জের রামকৃষ্ণনগর এলাকা। ডায়েট অধ্যক্ষের ফাঁসির দাবিতে রাজপথে নামলেন হাজার খানেক মানুষ। হাতে হাতে প্লে-কার্ড নিয়ে ন্যায় বিচারের দাবিতে আবাল বৃদ্ধ বনিতা চারদিক কাঁপিয়ে তোলেন।

গত বুধবার কালীগঞ্জ ডায়েটের অধ্যক্ষ প্রভাত নাথ জোরগতিতে নিজের ওয়াগনার গাড়ি চালিয়ে প্রতিবেশী যুবক প্রদ্যুৎ নাথকে ধাক্কা মারেন। কিন্তু শিলচর নিয়ে যাওয়ার পথে ওই যুবক মারা যান।

এ দিকে, বৃহস্পতিবার বিকেলে প্রদ্যুৎ নাথের মৃতদেহ এসে পৌছার পর জনগণ প্রতিবাদ জানাতে থাকেন। শিক্ষকের ফাঁসির দাবিতে রামকৃষ্ণনগরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। তাদের অভিযোগ,  যুবক প্রদ্যুতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

In an incident of hit and run, Prabhath Nath, the Principal of Kaliganj DIET was arrested by RamakrishnaNagar police. The accused while driving his Wagon R car, hit his neighbour, who Pradyut Nath. On his way to Silchar Medical College and Hospital, Pradyut died. It was later on learnt that the accused Principal had a quarrel with Pradyut regarding car parking around 2 moths ago. People have alleged that Prabhath Nath did the accident intentionally to take revenge.

Meanwhile, on Thursday, when the dead body of Pradyut Nath reached RamkrishnaNagar, people could no loger maintain restraint and started demanding capital punishment for the accused Principal. Around thousand people took to the streets raising slogans with placard in their hands. The slogans raised by the multitude rented the entire atmosphere. People alleged unanimously that it was a planned murder and the accused Principal of DIET should be given an exemplary punishment.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker