Barak UpdatesHappeningsBreaking News

আইসিইউ থেকে বেরিয়ে মেডিক্যালের চারতলা থেকে ঝাঁপাল রোগী
Patient comes out of ICU & jumps from the top of SMCH building

ওয়েটুবরাক, 29 জানুয়ারি ঃ শিলচর মেডিক্যাল কলেজের আইসিইউ থেকে বেরিয়েই এক রোগী চারতলা থেকে ঝাঁপিয়েছে। শুক্রবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এই ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানিয়েছেন, হাইলাকান্দির লক্ষীশহর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হোসেন আহমেদ বড়ভুইয়া বর্তমানে আশঙ্কাজনক অবস্থায়। তাঁর পা ভেঙেছে, মাথায়ও গুরুতর চোট পেয়েছেন। তাঁকে গত বৃহস্পতিবার হাইলাকান্দি থেকে এনে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। কীটনাশক জাতীয় বিষপান করে মৃতপ্রায় ছিলেন হোসেন। তাঁকে মেডিসিন আইসিইউ-তে রেখে চিকিতসা করানো হয়। দুইদিনেই বেশ ভাল হয়ে উঠেছিলেন।

কিন্তু শুক্রবার রাত সোয়া এগারোটায় আচমকা তাঁর মানসিক সমস্যা দেখা দেয় বলে ডা. গুপ্ত জানিয়েছেন। তাঁর কথায়, হোসেন হঠাত বিনা কারণে উত্তেজিত হয়ে ওঠেন। কর্তব্যরত নার্স-ওয়ার্ডবয়দের মারতে উদ্যত হয়। বেসরকারি নিরাপত্তা রক্ষীদের একজনের হাতে কামড় বসিয়ে তিনি আইসিইউ ওয়ার্ড থেকে বেরিয়ে পড়েন। এর পরই কেউ কিছু বুঝে ওঠার আগে চারতলা থেকে ঝাঁপ মেরে বসেন। সঙ্গে সঙ্গে মেডিক্যালের কর্মী ও নিরাপত্তা রক্ষীরাই তাঁকে উদ্ধার করে ফের মেডিক্যালে নিয়ে যান। এখন তাঁর চিকিতসা চলছে।

হোসেনের পরিজনরা মেডিক্যাল কলেজের রোগী দেখভালের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করেন বিভাগীয় গাফিলতির। উপাধ্যক্ষ বলেন, বাড়িতে বিষ খেয়ে ফেললেন, কেউ কিছু করতে পারলেন না। ফলে হাসপাতালে এমন রোগীর দেখভাল নিয়ে প্রশ্ন তোলা সমীচিন নয়।  পরিজনদের অভিযোগ, হাসপাতাল থেকে পুলিশ এসে ছুটি নেবে বলাতেই হোসেন উদ্বিগ্ন হয়ে পড়েন। তাই এমন একটি কাজ করলেন। উপাধ্যক্ষের স্পষ্ট বক্তব্য, এই ধরনের ক্ষেত্রে পুলিশের হাতেই তাঁদের ছাড়া হয়।  এই ক্ষেত্রেও কোনও ব্যতিক্রমের কথা ছিল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker