Barak UpdatesHappeningsBreaking News

বিধায়ক কৃষ্ণেন্দু পাল করোনায় আক্রান্ত
Patharkandi MLA Krishnendu Paul tests corona positive

২২ জুন: পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল করোনাভাইরাসে সংক্রমিত৷ শনিবার টার্গেটেড সার্ভেল্যান্স প্রোগ্রামে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ সোমবার রিপোর্ট আসে পজিটিভ৷ অসমে এই প্রথম কোনও বিধায়ক কোভিডে আক্রান্ত হলেন৷

কৃষ্ণেন্দুবাবুকে এরই মধ্যে করিমগঞ্জ সিভিল হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে৷ জেলাশাসক আনবুমাথান এমপি জানান, বিধায়কের বাসভবন কোয়রান্টিন বলে ঘোষণা করা হয়েছে৷

কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না৷ একইভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত কেউ বাড়ি থেকে বেরোতেও পারবেন না৷ পরিবারের প্রত্যেকের লালারসের নমুনা পরীক্ষা করা হবে৷

কৃষ্ণেন্দুবাবুর সঙ্গে লালারসের নমুনা দিয়েছিলেন তাঁর গাড়িচালকও৷ তবে তাঁর রিপোর্ট এ দিন আসেনি৷ আশা করা হচ্ছে, ওই রিপোর্ট মঙ্গলবার চলে আসবে৷

শিলচরের বিজেপি সাংসদ তথা করিমগঞ্জের দলীয় প্রভারি ডা. রাজদীপ রায় জানান, জেলার দলীয় নেতাদের হোম কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে৷ বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দুবাবু যেহেতু বাইরে কোথাও যাননি, ফলে তাঁকে গণসংক্রমণের শিকার বলা যেতে পারে৷ তবে ডা. রায় আতঙ্কিত না হতে সবাইকে পরামর্শ দেন৷ তিনি বলেন, রাজ্য জুড়েই এখন টার্গেটেড সার্ভেল্যান্স প্রোগ্রাম চলছে৷ যাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের সকলের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে৷ ফলে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়ে যাবে৷ উদ্বিগ্ন না হয়ে তিনি সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানান৷

কৃষ্ণেন্দুবাবু কিছুদিন এলাকাবাসীর পাশে থাকতে পারছেন না বলে এলাকাবাসীর কাছে দুঃখপ্রকাশ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker