Barak UpdatesHappeningsBreaking News

পুলিশ দেখেই পালাল যাত্রী, অটোরিক্সায় তল্লাশিতে উদ্ধার নেশার ট্যাবলেট
Passenger fled away seeing police, police recovers drugs tablet from auto

১ মার্চ : রুটিন তল্লাশি চালাতে গিয়ে শনিবার হাইলাকান্দি পুলিশ প্রচুর সংখ্যক নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে। ধৃত ব্যক্তি করিমগঞ্জ সদর থানা এলাকার বেলালা দশম খণ্ড গ্রামের বাসিন্দা অটোচালক আব্দুল রশিদ শেখ। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট-এর বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

Rananuj

প্রসঙ্গত, শনিবার হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী ধলেশ্বর ভৈরবী জাতীয় সড়কের বোয়ালিপারে পুলিশ রুটিন তল্লাশি চালানোর সময় একটি অটোরিকশার গতিবিধি দেখে মনে সন্দেহ হয়। ঠিক তখনই অটোরিক্সার পেছনের আসনে বসা এক যাত্রী পুলিশকে দেখে পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ পাকাপোক্ত হয়। অটোরিকশাকে আটকে তল্লাশি শুরু হয়। এতে ১ কিলোগ্রাম ৭০ গ্রাম ওজনের ১০ হাজার ৩৩৭টি নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট অটোরিকশা থেকে উদ্ধার হয়। পরে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট সহ অটোচালককে আটক করে পুলিশ সদর থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, এই নেশাজাতীয় ট্যাবলেট গুলো হাইলাকান্দিতে বিক্রির জন্য করিমগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker