Barak UpdatesHappeningsBreaking News

সদ্যোজাতকে সুইপারের কাছে রেখে পলায়ন, খোঁজ মিলছে না মা-বাবার
Parents elope leaving their new born baby at the hands of a sweeper

ওয়েটুবরাক, ৯ জানুয়ারি : সদ্যোজাত কন্যাসন্তানকে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালের সুইপারের কাছে রেখে চলে গেলেন মা-বাবা। ঘটনা শুক্রবার বিকালের৷ এখনও মা-বাবার খোঁজ মেলেনি৷ নারী শিক্ষাশ্রমকে দেওয়া মোবাইল নম্বর বারবার সুইচড অফ দেখাচ্ছে৷

অন্যদিকে, মা-বাবার সঙ্গে চুক্তি মেনে শুক্রবার সন্ধ্যায় সুইপার রওয়ানা হয়েছিলেন শিশুটিকে কোথাও ফেলে আসতে। কিন্তু রাখে হরি মারে কে! হাসপাতালের বাইরে সুইপারের কোলে শিশুকন্যা দেখে দুই যুবকের সন্দেহ হয়। তাঁরা তাকে আটকে জিজ্ঞাসা করলে বেরিয়ে আসে আসল রহস্য। ততক্ষণে অবশ্য মা-বাবা উধাও। পুলিশ সুইপার সঞ্জয় দাসকে গ্রেফতার করেছে। মা-বাবার খোঁজ চলছে৷

শিলচরের নারী শিক্ষাশ্রম হাসপাতালের কর্মকর্তা পুলক দাস জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর উত্তর ত্রিপুরার ধর্মনগর দেওয়ানপাশা থেকে এক প্রসূতিকে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের রেজিস্টারে তার নাম লেখা হয়েছে, শম্পি দাস। স্বামী দিগ্বিজয় দাস। ২ জানুয়ারি তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। মা সু্স্থ-স্বাভাবিক থাকলেও সদ্যোজাতের কিছুটা সমস্যা দেখা দেয়। প্রতিবন্ধী কিনা আশঙ্কায় ভুগছিলেন সবাই। ডাক্তাররা তাকে কয়েকদিন বিশেষ পর্যবেক্ষণে রেখে শুক্রবার ছুটি দিয়ে দেন। বিকেলের দিকে তাঁরা সমস্ত বিল মিটিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন।

এর কিছুক্ষণ পরেই সাদা কাপড়ে মুড়ে শিশুটিকে নিয়ে রওয়ানা হয় সঞ্জয়৷ তবে দুই যুবকের তৎপরতায় শিশুটি উদ্ধার হয়৷ পরে পুলকবাবুরাই শিশুটির দেখভালের দায়িত্ব নেন৷ বর্তমানে তাঁদের আইসিইউতে রয়েছে। কিন্তু পুলিশ এখনও তার মা-বাবাকে খুঁজে বার করতে পারেনি। তাদের কথায়, হাসপাতাল রেকর্ডে যে মোবাইল নম্বরের উল্লেখ রয়েছে, তাতে ফোন করলে একবার ধরেই লাইন কেটে দেয়। এর পরে যে সুইচড অফ হয়েছে, আর মোবাইলে পাওয়া যায়নি। পুলিশ আশাবাদী, ত্রিপুরা পুলিশের সহায়তায় শীঘ্র তাদের ধরে আনা সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker