NE UpdatesBarak UpdatesBreaking News
Paper Mill employees need not vacate their quarters: Chandramohan Patowary কাগজ কল কর্মীদের ঘর ছাড়তে হবে না, বললেন চন্দ্রমোহন
২৮ ডিসেম্বর: কাগজ কল কর্মীদের মোটেও ঘর ছাড়তে হবে না। শনিবার জোর গলায় এই কথা বললেন আসামের শিল্প-বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি৷ গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন করে তিনি বললেন, আবাসনের বিদ্যুৎ ও জলের সরবরাহ রাজ্য সরকার করে। আমরা লাইন কাটব না। সমস্যা না মেটা পর্যন্ত কাউকে ঘরছাড়া হতে হবে না। অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও জাগি রোডে বললেন, আগামী দুই-তিন দিনের মধ্যে কাগজকল কর্মীদের জন্য ভাল খবর ঘোষণা করা হবে।
সোমবার এনএলসিটি আদালতের নির্দেশক্রমে নিলামকারীর তরফে কাগজকল দুটিতে নোটিশ পাঠানো হয়েছিল, ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সব আবাস খালি করে দিতে হবে। আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। ৩৫ মাস বেতন বকেয়া থাকা কর্মীরা জানান, প্রাপ্য না পেলে আবাস ছাড়বেন না। আজ অসম সরকারের তরফে তাঁদের আশ্বস্ত করা হল। পাটোয়ারি আরও বলেন, অসম চুক্তি রূপায়ণে রাজ্য সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থনৈতিক দিক থেকেও ভারতের চেয়ে রাজ্যের গড় ভাল। কিন্তু আগের সরকারের আমলে কোনও উন্নয়ন না হওয়ার ফলেই রাজ্য অনেক পিছিয়ে রয়েছে। তিনি জানান অ্যাডভান্টেজ অসম থেকে রাজ্য প্রায় ৬৫০০০ কোটি টাকার বিনিয়োগ পাচ্ছে। নুমালিগড় শোধনাগারেও ২২৫০০ কোটি বিনিয়োগ হবে। ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেডে বিনিয়োগ হবে ৯ হাজার ২৬৫ কোটি টাকা৷
এ ছাড়া, ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড নিয়েও কেন্দ্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে৷ একে কোম্পানি বিষয়ক মন্ত্রক থেকে সরিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে আনা হয়েছে৷
কিন্তু অসমের দুই রাষ্ট্রায়ত্ত কাগজ কলের অফিসার-কর্মীরা কোনও রাজনৈতিক নেতার কথা আর বিশ্বাস করতে রাজি নন৷ তাদের ধরনা অব্যাহত রয়েছে৷ দাবি উঠেছে, ৩৫ মাসের বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দেওয়া হোক৷ নগাঁও পেপার মিল এবং কাছাড় পেপার মিলের সামনে কর্মীদের স্ত্রী-সন্তানরাও এই আন্দোলনে সামিল হয়েছেন৷
Also Read: Paper Mill employees to get some ‘good news’ soon: Pijush Hazarika