HappeningsBreaking News

ব্যালট বাক্স ছিনতাই, ভোটকর্মীদের মারধর, বিক্ষিপ্ত হিংসা দ্বিতীয় দফার ভোটে
Panchayat Polls: Irregularity & chaos at several polling booths

Watch exclusive video

৯ ডিসেম্বর : বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে রবিবার বরাক উপত্যকায় পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ পর্ব চলছে। ধলাই বিধানসভা এলাকার কয়েকটি নির্বাচন কেন্দ্র থেকে হিংসা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চান্নিঘাটের একটি বুথে কিছু উত্তেজিত যুবক ব্যালট বাক্স খালে ফেলে দেওয়ায় সকালেই ভোট বন্ধ করে চলে যান প্রিসাইডিং অফিসার।

Rananuj

কাছাড়ের দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট জিপির ৬১০ নম্বর স্কুলের একটি ভোটকেন্দ্রে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুই গোষ্ঠীর লোকজন কংগ্রেস ও বিজেপির সমর্থক ও কর্মী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মারধরের ঘটনায় কিছুক্ষণ ভোট বন্ধ রাখতে বাধ্য হন প্রিসাইডিং অফিসার। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলটির ২নং কোঠায় একটি গোষ্ঠী ব্যালট বাক্স ছিনতাই করতে গেলে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে কিছু যুবক ব্যালট পেপার হাতে নিয়ে তা ছিড়ে ফেলে। কয়েকজন ব্যালট বাক্স ছিনতাই করে খালে ফেলে দেয়। এমনকি তারা প্রিসাইডিং অফিসার ও ভোটকর্মীদেরও মারধর করে। ফলে এই কেন্দ্রে ভোট বন্ধ হয়ে যায়। মারধরের এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে তিনজনকে আটক করে নিয়ে যায়। অন্যদিকে সকাল সাতটায় এ ঘটনার পর এই কেন্দ্রে ভোট বন্ধ করে দিতে বাধ্য হন প্রিসাইডিং অফিসার। জানা গেছে, দু’ ঘণ্টা অপেক্ষা করে প্রিসাইডিং অফিসার সকাল ন’টা নাগাদ ভোটকেন্দ্র বন্ধ করে দিয়ে ভোটের সামগ্রী নিয়ে চলে গিয়েছেন।

এ দিকে, এ ঘটনার জন্য কংগ্রেস কর্মীরা শাসক বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। প্রতিক্রিয়া ব্যক্ত করে কংগ্রেস কর্মী অন্নদাশঙ্কর দাস ও দীপঙ্কর দাস বলেন, বিজেপি কর্মীরা এই হামলা চালায়। তারা কংগ্রেস সমর্থকদের লাইনে খাঁড়া রেখেই পেছন দিক থেকে আসে ও ভোট দিতে থাকে। ভোটার লিষ্টেও কংগ্রেস সমর্থক প্রায় ষাট জনের নাম নেই বলে অভিযোগ তোলে কংগ্রেস। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে।

 

Injured Presiding Officer Partha Palit

এ দিকে, দক্ষিণ কৃষ্ণপুরের ধামালিয়ায় তৃণমূল কংগ্রেসের একদল সমর্থক হামলার শিকার হন। চারজনের মাথা ফেটেছে। তাদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাহরুল আহমেদ লস্কর জানান, তৃণমূল কংগ্রেসের জিপি সভাপতি পদপ্রার্থী আফসর হোসেন লস্কর তাঁদের নিকটাত্মীয়। সকালে তাঁরা চারজন এক অটোতে চেপে ভোটকেন্দ্রের দিকে রওয়ানা হলে পথে চার-পাঁচজন যুবক অটো থামিয়ে মারধর শুরু করে। আফসরের ভোটার নাকি জিজ্ঞেস করেই মারধর শুরু করে। অন্য আহতরা তাঁর বোন মনোয়ারা বেগম লস্কর  ও দুই ভাগ্নে ঝিনুক আহমদ লস্কর ও রিনুক আহমদ লস্কর।

পাথারকান্দি থেকেও ভোট নিয়ে বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া গেছে। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের পয়লামুলি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে হিংসা ও উত্তেজনায় কিছুক্ষণ ভোট বন্ধ হয়ে যায়। সকাল ৯টা থেকে ভোট বন্ধ করে দিতে বাধ্য হন প্রিসাইডিং অফিসার। কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে চার ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়। উত্তেজিত জনগণ পরে কেন্দ্রটিতে আগুন ধরিয়ে দেন। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা গ্রামরক্ষী বাহিনীর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে।

এ দিকে, ছোট বাউড়িতে গ্রুপ মেম্বার পদপ্রার্থীদের সংঘর্ষ। বুথ বন্ধ করে চলে এসেছেন ভোটকর্মীরা।

December 9: Chaos prevailed at No. 610 Dholai Primary School under Channighat G.P. Voting started at this centre along with other polling stations in the state at 7 in the morning. However, little later tension mounted as a group of people vandalised the polling booth, took away the ballot box and threw it in the drain. As per reports, the Presiding Officer and polling staff were also attacked. Ballot papers were also reportedly torn by the miscreants.

Clashes took place between the supporters of Congress and BJP. Three persons were detained by the police. Polling was suspended in that polling station. The Presiding officer himself uploaded a video of the incident in social media. It was learnt that after waiting for two hours, the polling team left the booth at around 9 AM. Sources revealed that the Presiding Officer Partha Palit is an Assistant Professor at Assam university, Silchar.

Meanwhile, Congress have accused the BJP for carrying out vandalism inside the polling booth. While reacting to the incident, Congress workers Annadashankar Das and Dipankar Das accused the BJP for the chaos. On the otherhand, BJP denied all these allegations to be baseless.

Injured Presiding Officer Partha Palit

In another incident, polling was suspended for long hours at Poilamani Lower Primary School under Patharkandi constituency in Karimganj district. The Village Defence Force (Gaon Rakhhi Bahini) was accused of partiality and chaos broke out between the Congress and the BJP. 4 persons were reported to have been injured in the clash which took place between the supporters of Congress and BJP. Being angered, the local people locked the polling booth. Voting remained suspended after 9 in the morning.

Another untoward incident has been reported from South Krishnapur area where clashes took place between BJP and Trinamool Congress supporters. As per reports, 4 persons were seriously injured. They were sent to Silchar Medical college and Hospital.

The polling is underway in ten districts of the state – Nalbari, Barpeta, Bongaigaon, Dhubri, South Salmara-Mankachar, Goalpara, Cachar, Hailakandi, Karimganj and Hojai – to elect Anchalik Panchayat and Zila Parishad members, Gaon Panchayat members and Gaon Panchayat presidents. A total of 35056 candidates are in the fray in this phase. The polling began at 7 am and will continue till 3 pm.

Meanwhile, at Choto Bauri under Sonai constituency in Cachar district reports of chaos has come in. It was learnt that a clash took place between the GP member candidates. As per reports, the polling team left the booth unable to continue the poll process due to chaos.

Another major untoward incident was reported from Uttar Krishnapur in Cachar. Clashes occurred between supporters of political parties on the issue of casting of false vote. Sources revealed that many were injured in the clash. The severely injured persons were rushed to Silchar Medical college and Hospital.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker