Barak UpdatesHappeningsBreaking News
প্রদীপ দত্তরায় করোনায় আক্রান্ত
ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনদিনের মধ্যে করোনায় আক্রান্ত হলেন বিডিএফ নেতা প্রদীপ দত্তরায়৷ তাঁর অভিযোগ, মেডিক্যালেই তাঁর দেহে সংক্রমণ ধরা পড়ে৷ কলেজ কর্তৃপক্ষ ৬ ডিসেম্বর তাঁর আরটিপিসিআর টেস্ট করায়৷ এর রিপোর্ট রহস্যজনক ভাবে আজও তাঁকে জানানো হয়নি৷ দত্তরায় বলেন, আসলে সে দিনই মেডিক্যাল কর্তৃপক্ষ তাঁর পজিটিভ হওয়ার কথা জেনে গিয়েছিল৷ জেনেছে সরকারও৷ তাই তাঁরা মেডিক্যাল থেকে তাঁকে বাড়ি পাঠানোর জন্য অস্থির হয়ে উঠেছিলেন৷ দফায় দফায় জামিনের জন্য আবেদন করে সরকার পক্ষের আপত্তিতে ব্যর্থ হচ্ছিলেন, আর সেদিন তাঁর জামিন মঞ্জুরের পর রাতেই জেল থেকে ছাড়পত্র আনা হয়, পরে একটায় তাঁকে মেডিক্যাল থেকে বাড়ি পাঠানো হয়৷ দত্তরায়ের দাবি, তিনি আপাতত গ্রিন হিলস হাসপাতালে ভর্তি হলেও সরকারি তরফে তাঁর সঠিক চিকিৎসার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ লিভার ট্রান্সপ্লান্টের দরুন দিল্লির মেদান্ত হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি রয়েছেন৷ তাই তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সেখানে নিয়েই চিকিৎসা করাতে বলেন তিনি৷ লিভার ট্রান্সপ্লান্টে করোনা হলে যে তাঁকে বাঁচানো মুশকিল হতে পারে, এ কথা তাঁর আইনজীবী বারবার বললেও কেউ কর্ণপাত করেননি বলেও দত্তরায়ের অভিযোগ৷ এই অবস্থায় তাঁর কিছু হয়ে গেলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দায়ী থাকবেন বলে তিনি হুঁশিয়ার করে দেন৷
প্রসঙ্গত, মেডিক্যাল কলেজের আরটিপিসিআর রিপোর্ট না পেয়ে দত্তরায় শনিবার নিজস্ব উদ্যোগে এক প্রতিষ্ঠিত সংস্থায় কোভিড টেস্ট করান৷ আজ সকালেই ওই রিপোর্টে তাঁকে পজিটিভ বলে ঘোষণা করা হয়৷