NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
পাকিস্তানের জেল থেকে বাড়ি ফিরলেন সীমান্ত শইকিয়াPakistan releases Assam fisherman Simanta Saikia after 13 months
৬ জানুয়ারি: অসমের গোলাঘাট জেলার মেরাপানির বাসিন্দা সীমান্ত শইকিয়া৷ কাজ করতেন গুজরাতের একটি মাছ ধরা জাহাজের কোম্পানিতে। তাঁদের জাহাজ ২০১৮ সালের ২৮ নভেম্বর আরব সাগরের জলসীমান্ত পার করে ঢুকে পড়ে পাকিস্তানের ভিতরে৷ পাকিস্তান মেরিটাইম সিকিওরিটি ফোর্সেস তাঁদের জাহাজটিকে আটকে দেয়। গ্রেফতার হন সীমান্ত শইকিয়া সহ ২০ জন নাবিক ও কর্মী।
তারপর থেকেই অনিশ্চয়তা। কোনও তরফেই সীমান্তের খবর না পেয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দ্বারস্থ হয় তাঁর পরিবার। রাজ্য সরকার বিষয়টি জানায় বিদেশ মন্ত্রককে। শেষ পর্যন্ত রবিবার লাহোর জেল থেকে মুক্তি পান শইকিয়ারা। তাদের ওয়াঘা সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ১৩ মাসের উদ্বেগ কাটল৷ শইকিয়ার মা-বাবা ও স্ত্রী এখন তাঁর ফেরার অপেক্ষায়।