Barak UpdatesHappeningsBreaking News
অম্বিকাপুর পূর্বপাড়ায় মেগা স্বাস্থ্য শিবির, দেড়শ’র বেশি রোগীর চিকিৎসা
ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বরঃ মেগা হেলথ ক্যাম্প আয়োজন করে দারুণ সাড়া ফেলল শিলচরের প্রাচীন সর্বজনীন দুর্গাপূজা, শতবর্ষ পার করা অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড পুজো কমিটি। শহরের একঝাঁক প্রতিষ্ঠিত ডাক্তারের পাশাপাশি তরুণ চিকিৎসকেরা মিলে প্রায় দেড়শ’র বেশি নানা ধরনের রোগী দেখেছেন এই মেগা স্বাস্থ্য শিবিরে। মেডিসিন, ইএনটি, কার্ডিওলজি, ইউরোলজি, চক্ষু সহ বিভিন্ন রোগের রোগীরা এদিন চিকিৎসা পরিষেবা পেয়েছেন বিনামূল্যে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা করা হয়েছে বিনামূল্যে। বিনামূল্যেই হয়েছে ইসিজি এবং ফাইব্রোসিস টেস্টের মতো ব্যয়বহুল পরীক্ষাও। কিছু কিছু ওষুধপত্রও রোগীরা পেয়েছেন বিনা খরচায়। সবমিলিয়ে বেশ সাড়া পড়েছিল এই শিবিরে।
বিগত কিছু বছর ধরে নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে আসছে অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড পুজা কমিটি। ১০৫ বছরের এই পুজো কমিটি গত মাসে একটি মেগা রক্ত পরীক্ষা শিবির আয়োজন করেও দারুণ সাড়া ফেলেছিল। রবিবার রোগী দেখেছেন। বিশিষ্ট ডাক্তার অনিরুদ্ধ বিশ্বাস, গিরিধারী কর, সুব্রত পাল, বাবলু বণিক, সুপ্রিয় রায়, সুদীপ চন্দ, রাজকুমার ভট্টাচার্য প্রমুখ। ছিলেন সৌরদীপ সরকার, সোমা পাল, অনন্যা দত্তরায়, দেবোত্তম চন্দ, শায়ন লস্কর, শুভম দাসের মতো চিকিৎসকও।
এদিন বিনামূল্যে রোগী দেখার পাশাপাশি রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা যেমন ই সি জি, লিভারের ফাইব্রোসিস টেস্ট, চোখের ছানি পরীক্ষা ইত্যাদি হয়েছে। এদিন ছানি পরীক্ষায় ১৩ জনের চোখে ছানি ধরা পড়ে। তাঁদের বিনামূল্যে অপারেশনও করানো হবে বলে জানান পুজো কমিটির কর্মকর্তারা। কমিটির সভাপতি তমালকান্তি বণিক বলেন, ‘পুজো আয়োজনের পাশাপাশি পূর্বপাড়া বিভিন্ন সামাজিক কাজ করে যায় নিয়ম করেই। এরই অঙ্গ হিসেবে হয় মেগা স্বাস্থ্য শিবির। শিবিরে যেভাবে শহরের স্বনামধন্য চিকিৎসকরা মূল্যবান সময় বের করে এসে রোগী দেখলেন, সেটাই শিবিরের সবচেয়ে বড় প্রাপ্তি।‘ এদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় এগিয়ে এসেছিল লুপিন, ডক্টর রেড্ডি, বায়োমেড, ফাইব্রোস্ক্যান, অ্যাবোটের মতো কোম্পানি। শিবির আয়োজকরা কৃতজ্ঞতা জানিয়েছেন তাদেরও।