Barak UpdatesBreaking News
যাত্রী সুবিধা দেখতে শিলচর স্টেশনে পিএসি কমিটিPAC Committee visits Silchar Station to enhance passenger amenities
শীঘ্রই বসছে সিসি ক্যামেরা, কামরায় আগুন লাগার তদন্তও চলছে
২৩ জুন : গুয়াহাটি রেল স্টেশনের যাত্রী সুবিধার বিভিন্ন দিক খতিয়ে দেখে এ বার শিলচর রেল স্টেশনে এল ভারতীয় রেলের প্যাসেঞ্জার এমিনিটিস কমিটির (পিএসি) ৫ সদস্যের একটি দল। শনিবার রাতে দলটি শিলচর এলেও রবিবার সকাল থেকে স্টেশনের বিভিন্ন বিভাগ পরিদর্শন শুরু করেন। ৫ সদস্যের এই দলে রয়েছেন অমরেশ রায়, হিমাদ্রি বল, সুরথ জৈন, বি বি পাণ্ডে ও পরশুরাম মেহতা।
এই পিএসি কমিটির প্রথম সফরে শিলচর স্টেশন ঘুরে দেখার ফাঁকে দলের অন্যতম সদস্য অমরেশ রায় বলেছেন, এই লামডিং ডিভিশনের বিভিন্ন স্টেশনে যাত্রীরা কতটুকু স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, বা রেল যাত্রীদের কী সুবিধা অসুবিধা রয়েছে, তা পরিদর্শন করতেই পিএসি কমিটি এখানে এসেছে। তিনি বলেন, জেনারেল ম্যানেজার থেকে শুরু করে লামডিং ডিভিশনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তাদের কথা হয়েছে। সব আলোচনাতেই যাত্রী স্বাচ্ছন্দ্য গুরুত্ব পেয়েছে।
অমরেশ রায় বলেন, ক’দিন আগে শিলচর স্টেশনে কীভাবে তিনটি কামরায় আগুন ধরে গেল, তার তদন্ত শুরু হয়েছে। দু’এক দিনের মধ্যে এর রিপোর্টও বেরিয়ে আসবে। এই ঘটনাটি গোটা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েকে ভাবিয়ে তুলেছে। এর প্রেক্ষিতে খুব শীঘ্রই পুরো স্টেশনকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি আরও জানান, শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনে একটি এসি ও দুটি সাধারণ কামরা জুড়ে দেওয়ার জন্য রেলের কাছে দাবি জানানো হয়েছিল। এতে রেল বিভাগ সম্মত হয়েছে বলে তিনি জানান। তাছাড়া এই ট্রেনটিকে প্রতিদিন চালানোর জন্য রেল ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান। একইভাবে শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনে একটি এসি ও দুটি সাধারণ কামরা জুড়ে দেওয়ার দাবি রাখা হয়েছে কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি এই ট্রেনগুলোতে পানীয়জল, আলো ইত্যাদি সুবিধার দিকে খেয়াল রাখার বিষয়েও রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
অমরেশবাবু বলেন, শিলচর রেল স্টেশনে প্লাটফর্মের উপরে থাকা ছাদ আরও বাড়ানো হবে, যাতে যাত্রীরা রোদ-বৃষ্টিতে অসুবিধে না পড়েন। তাছাড়া যাত্রী অপেক্ষাগারগুলো আরও উন্নতমানের করে গড়ে তোলা হবে। এতে যাত্রীদের জন্য পানীয়জল, শৌচালয় ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, শিলচর রেল স্টেশনের উপর বরাক উপত্যকার তিন জেলা, পার্শ্ববর্তী মিজোরাম ও মনিপুরের একাংশ যাত্রীরা নির্ভরশীল। ফলে এই স্টেশনে প্রতিদিন হাজার হাজার যাত্রী আসা-যাওয়া করেন। সে তুলনায় এই স্টেশনে যাত্রীদের জন্য যে ব্যবস্থা রয়েছে তা পর্যাপ্ত নয় বলে তিনি উল্লেখ করেন। সেদিকে দৃষ্টি রেখেই পিএসসি কমিটি কাজ করছে বলে তিনি জানান। এর অঙ্গ হিসেবে স্টেশনে পানীয়জলের সুবন্দোবস্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।
অমরেশ বলেন, নিউ হাফলং রেল স্টেশনে খাবারের গুণগত মান আরও উন্নত করার জন্য এডিআরএম-এর সঙ্গে পিএসসি কমিটির কথা হয়েছে। স্টেশন চত্বরে থাকা ভেন্ডরদের আরও উন্নতমানের খাবার পরিবেশন করার নির্দেশ খুব শীঘ্রই দেয়া হবে।