Barak UpdatesBreaking News
এইচপিসিঃ বন্ড বিক্রির প্রস্তাব খারিজ করে দিল পিএফ ট্রাস্টP.F. Trust rejects proposal of selling bonds
৩০ নভেম্বরঃ চেয়ারম্যানের প্রস্তাব খারিজ করে দিল সংস্থার পিএফ ট্রাস্ট। এমনটাই ঘটেছে হিন্দুস্তান পেপার করপোরেশনে। কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে বকেয়া জমার পরিমাণ ক্রমে বেড়ে চলেছে। চেয়ারম্যান প্রস্তাব দিয়েছিলেন, ট্রাস্টের হাতে থাকা বন্ড বিক্রি করে আগে অবসরপ্রাপ্ত কর্মীদের টাকা জমা করা হোক। পরে কর্মরতদের পাওনা দেখা যাবে। কর্মচারীরা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। একে তো বন্ড বেঁচে শুধু অবসরপ্রাপ্তদের বকেয়া জমা করা হলে তাঁরা বিপাকে পড়ে যাবেন। কবে তাঁদের টাকা জমা পড়বে, কেউ বলতে পারবেন না ! দ্বিতীয়ত, মেয়াদপূর্তির আগে বন্ড বিক্রি করলে এইচপিসি-র বিরাট লোকসান হবে।
হিন্দুস্তান পেপার করপোরেশন লিমিটেড এমপ্লয়িজ কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট তাঁদের যুক্তি মেনেই সিদ্ধান্ত নেয়, বন্ড সুরক্ষিত রাখা হবে। বকেয়া জমা করার জন্য তা ভাঙাভাঙি হবে না। বকেয়া মেটানোর জন্য কেন্দ্র সরকারকে বলা হবে। কারণ করপোরেশনের একশো শতাংশ শেয়ারহোল্ডার তারাই।
২৭ নভেম্বরের ট্রাস্টের এই বৈঠক পৌরোহিত্য করেন ডিজিএম বিবিপি গুপ্ত। তিনিই এখন ট্রাস্টের প্রধান।
English text here