Barak UpdatesHappeningsBreaking News
হৃজয় দাস কানুনগোকে অমিত কুমার নাগ স্মৃতি পুরস্কার

ওয়েটুবরাক, ২৪ জানুয়ারি: উত্তর পূর্বাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক অমিত কুমার নাগের ৯২-তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার তাঁর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে “ইন্ডিয়া টুডে”-র উত্তর পূর্বাঞ্চলের সংবাদদাতা হৃজয় দাস কানুনগোকে অমিত কুমার নাগ স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। নাগ পরিবারের পক্ষ থেকে প্রয়াত অমিত কুমার নাগের সহধর্মিনী পূরবী নাগ হৃজয়কে পুরস্কার হিসেবে শংসাপত্র ও নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমিত কুমার নাগের পুত্র ডঃ অপ্রতিম নাগ, পুত্রবধূ গোপা দেব পুরকায়স্থ, ভ্রাতুষ্পুত্রীদ্বয় ডঃ রমা পুরকায়স্থ ও ডঃ শমিতা নাগ ধর ।
হৃজয় আসাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩ ইংরেজিতে অনুষ্ঠিত গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক অর্জন করেন।
গুরুচরণ কলেজের প্রাক্তনী হৃজয় দাস কানুনগো বরাক উপত্যকার সাংস্কৃতিক জগতে “শ্যামলদা” নামে পরিচিত। তিনি এ উপত্যকার স্ট্যান্ড আপ কমেডি দৃশ্যে একটি উজ্জ্বল জনপ্রিয় তারকা ছিলেন; তাঁর কমেডির শৈলী উপত্যকার সংস্কৃতিকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। আজ তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে সুনাম অর্জন করেছেন। হৃজয় দাস কানুনগো অমিত কুমার নাগ স্মৃতি পুরস্কার গ্রহণ করে তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রয়াত নাগের আদর্শকে নিজের জীবনে চলার পথের পাথেয় হিসেবে গ্রহণ করে এগিয়ে যাবার অঙ্গীকার করেন।
উল্লেখ্য সমগ্র উত্তর পূর্বাঞ্চলের সংবাদ জগতে আদর্শ ও নিরপেক্ষ সাংবাদিক হিসেবে পরিচিত অমিত কুমার নাগ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন এবং ছোট পত্রিকাও সম্পাদনা করে গেছেন। তিনি ২০০৭ সালের ২২ মার্চ তারিখে শিলচরে প্রয়াত হয়েছেন।