HappeningsBreaking News
কৃষিখণ্ডের উন্নয়নে উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করতে হবে : সর্বানন্দOrganic & Veterinary Universities to be set up in Assam: CM Sonowal
৪ মে : মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি পাওয়া ছাত্রছাত্রীদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করে রাজ্যের কৃষি খন্ডের উন্নয়নের জন্য উদ্ভাবনীমূলক চিন্তা ভাবনা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার মুখ্যমন্ত্রী যোরহাটে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তনে অংশ নেন। আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই সমাবর্তনে পৌরোহিত্য করেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক জগদীশ মুখি।
সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, কৃষি বিজ্ঞানী ও কৃষকদের যৌথভাবে কাজ করে রাজ্যের কৃষি খন্ডের উন্নয়ন সাধন করতে হবে। তিনি বলেন, কৃষি উন্নয়নের মাধ্যমে দেশ তথা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন শক্তিশালী করতে হবে। তাঁর কথায়, এই কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই কৃষকদের ভবিষ্যৎ উজ্জ্বল করার যাত্রার সূচনা করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে আধুনিক ধ্যান-ধারণায় কৃষকের উপার্জন বৃদ্ধির জন্য পরামর্শ দিয়ে আসছে। এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ১৪২৭ জন ছাত্রছাত্রীকে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।
এ দিন অন্য এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নুমালিগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করে জাতীয় সড়কগুলির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই জাতীয় সড়কগুলির নির্মাণ ও মেরামতের কাজ দিনরাত সম্পন্ন করে যাতায়াতের উপযোগী করে তুলতে হবে।