Barak UpdatesHappeningsBreaking News
মন্ত্রীর গাড়ি আটকে দিচ্ছিলেন সিটু কর্মীরা, রুখে দাঁড়ালেন দিলীপ পাল
৭ জানুয়ারি: সিটুর আহ্বানে বৃহস্পতিবার দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসাবে শিলচরেও নতুন তিন কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন সংগঠিত হয়৷ নরসিংতলায় শ্রমিক সমাবেশে সুপ্রিয় ভট্টাচার্য, দেবজিত গুপ্ত প্রমুখ দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে বক্তব্য রাখেন। পরে তাঁরা জেলাশাসকের অফিসের সামনে রাস্তা অবরোধ করে আসামের কৃষিমন্ত্রী অতুল বরার গাড়ির সামনে বিক্ষোভ দেখান৷ গাড়ি আটকে দেওয়ারও চেষ্টা করেন৷
তবে পুলিশ ব্যাপক তৎপর হয়ে মন্ত্রীর কনভয়ের রুট পাল্টে ওই জায়গা পার করে দেন৷ বিধায়ক দিলীপকুমার পাল নিজে দাঁড়িয়ে থেকে মন্ত্রীর গাড়ি এগিয়ে যাওয়ার ব্যবস্থা করেন৷ তাতে সিটুর পক্ষ থেকে ক্ষোভ ব্যক্ত করা হয়৷ তাঁরা বলেন, মন্ত্রী বা বিধায়ক কেউ বিক্ষোভকারী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে চাইলেন না! পুলিশের সাহায্য নিয়ে বল প্রয়োগ করে তাঁরা বেরিয়ে গেলেন! মহিলা বিক্ষোভকারীদের পুলিশ সে সময় টানাহ্যাঁচড়া করে বলে অভিযোগ জানান তাঁরা৷ স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে বিধায়কও উল্টো কাজ করেছেন বলেই তাঁদের আক্ষেপ৷ নিজে দাঁড়িয়ে পুলিশকে সাহায্য করেন তিনি। কিন্তু এখানেই শেষ নয়, নয়া কৃষি আইন ও শ্রম সংশোধনী বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং আগামী দিনে আরও দুর্বার হবে বলে সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য হুঁশিয়ারি দেন৷