Barak UpdatesBreaking News
শিলচর মহর্ষি বিদ্যামন্দিরে চলছে অনলাইন ক্লাশOnline classes going on in Silchar Maharishi Vidya Mandir
11 এপ্রিল ঃ পড়ুয়াদের অনলাইন ক্লাশ চালু করল শিলচর মহর্ষি বিদ্যামন্দির। 1 এপ্রিল থেকে চলছে এই ক্লাশ। প্রত্যেক শ্রেণি ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। এই গ্রুপে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠ দিচ্ছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। অধ্যক্ষা শমিতা দত্ত এক বিবৃতিতে জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে। তা সময়ের দাবিও বটে। কিন্তু এই অবস্থায় ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে ক্ষতি না হয়, সেজন্য সরকার উদ্যোগ নিচ্ছে। পরামর্শ দিচ্ছে অনলাইন ক্লাশের। সেই অনুসারেই শিলচর মহর্ষি বিদ্যামন্দির হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে অনলাইনে পাঠদান চালু করেছে। অধ্যক্ষা দত্ত আশাবাদী, ছাত্রছাত্রীরা তাতে উপকৃত হবে।