NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

One more positive case from Goalpara, total rises to 37 in Assam
গোয়ালপাড়ায় আরও এক পজিটিভ, রাজ্যে সংখ্যা বেড়ে ৩৭

২৮ এপ্রিল : একই দিনে পরপর দুজন করোনা আক্রান্ত। বঙ্গাইগাও জেলার শালমারায় ১৬ বছরের এক কিশোরীর দেহে করোনা সংক্রমন ধরা পড়ার পর গোয়ালপাড়া জেলায় অন্য এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। একই দিনে পরপর দুটি স্থানে করোনা পজিটিভ পাওয়ায় রাজ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইট করে গোয়ালপাড়া জেলার ওই ব্যক্তির দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার খবর জানান। এ নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৭-এ পৌঁছলো। স্বাস্থ্যমন্ত্রী জানান, গোয়ালপাড়া জেলায় করোনা পজিটিভ পাওয়া ব্যক্তি পরোক্ষভাবে নিজামুদ্দিন মরকজের সঙ্গে যুক্ত ছিলেন।

উল্লেখ্য রাজ্যের মোট ৩৭ জন করোনা আক্রান্তের মধ্যে ২৭ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। করোনা সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট নয় জন চিকিৎসাধীন রয়েছেন।

April 28: After a temporary lull for many days, Tuesday proved to be worrisome for Assam. First a teenage girl from Salmara in Bongaingaon tested corona positive and within 4 hours state Health Minister, Himanta Biswa Sarma tweeted information of another positive case from Goalpara. With this, the total number of active cases in Assam has gone up to 37.

With the detection of this case, it seems that the Nizamuddin Markaz congregation is really going to play havoc in the state. The COVID-19 positive case confirmed from Goalpara is a secondary contact of a Markaz attendee.

Taking to his twitter handle, Himanta Biswa Sarma wrote, “Alert ~ A person from Goalpara district, secondary contact of a Markaz attendee, has tested #COVID positive. The number of #COVID19 patients in Assam now stands at 37. Active hospital cases 9.” The minister tweeted the information on April 28 at 3.45 PM.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker