Barak UpdatesHappeningsBreaking News
আর্থিক প্রতারণা ! শিলচরে বেসরকারি ব্যাঙ্ক ঘেরাও গ্রাহকদের
ওয়ে টু বরাক, ২৮ ফেব্রুয়ারি : সুকন্যা জীবননিধি লিমিটেড ব্যাঙ্কের বিরুদ্ধে সাধারণ মানুষের লক্ষ-লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সাধারণ গ্ৰাহকদের কাছ থেকে চিটফান্ডের নামে মোটা অঙ্কের লোভ দেখিয়ে লক্ষ-কোটি টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। এ সংক্রান্ত ঘটনায় প্রতারকদের গ্ৰেফতার করা হয়, এমন হাজার-হাজার ঘটনা রয়েছে অতীতে। তবুও বর্তমানে সাধারণ মানুষকে প্রতারকদের দেওয়া অধিক টাকা মুনাফার লোভের জালে ফেঁসে কষ্টের অর্জিত টাকা খোয়াতে হচ্ছে। এমনই ঘটনা ঘটছে শিলচরেও।
শিলচরের বিভিন্ন এলাকায় বসবাসকারী প্রায় তিনশো সাধারণ মানুষের অনুমানিক ৭৫ লক্ষ টাকা শিলচর মালুগ্ৰামের সুকন্যা জীবন নিধি লিমিটেড ব্যাঙ্ক নামের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ডিরেক্টর মানিক দাস ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে প্রতারক মানিক দাস গ্ৰাহকদের ঋণ দেবেন বলে এই ব্যাঙ্কে টাকা নিয়ে খাতা খোলান এবং তারপর অনেকদিন পেরিয়ে গেলে গ্ৰাহকেরা টাকা তুলতে গেলে,টাকা তুলতে পারেন না।
এই পরিস্থিতি দেখে সোমবার গ্ৰাহককরা ওই বেসরকারি সুকন্যা জীবন নিধি লিমিটেড ব্যাঙ্কের অফিস ঘেরাও করেন ও মানিক দাসকে সঠিক তথ্য জানার উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন করেন। কিন্তু কোনও ধরনের সঠিক উত্তর দিতে অক্ষম হন মানিক দাস। এরপর উপস্থিত গ্ৰাহকরা ব্যাঙ্কের ভেতরে ভাঙচুর শুরু করেন। এতে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।খবর পেয়ে মালুগ্ৰাম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও মানিক দাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পরে গ্ৰাহকরা সুকন্যা জীবন নিধি লিমিটেড বেসরকারি ব্যাঙ্কের ডিরেক্টর মানিক দাস সহ তার সহযোগীদের বিরুদ্ধে মালুগ্ৰাম থানায় এক এজাহার দায়ের করেন। সাংবাদিকদের সামনে কিছু সংখ্যক গ্ৰাহকক প্রতারক মানিক দাস সহ তার সহযোগীদের আইনগতভাবে কঠোর শাস্তি দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানান।