NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
১৯ অক্টোবর থেকে সব শ্রেণির পাঠদান শুরু আসামেOffline teaching of all classes to begin in Assam from 19 Oct
২৮ সেপ্টেম্বর : রাজ্যে আসন্ন দুর্গাপূজার পরই সব স্কুল সম্পূর্ণরূপে খুলে দেওয়া হবে। ১৯ অক্টোবর থেকে সব শ্রেণির পাঠদান পুনরায় শুরু হয়ে যাবে। রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগু মঙ্গলবার এ কথা ঘোষণা করেছেন। তিনি জানান, প্রতিটি শ্রেণিতে সপ্তাহে তিন দিন করে পাঠদান করা হবে। বিদ্যালয় খুলে গেলেও সবাইকে কোভিড নীতি নির্দেশিকা পালন করতে হবে বলে এ দিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন।
SOP has been issued to restart physical classes in the educational institutions of Assam. Classes for LP (I to V) will restart from 19th Oct.
Classes of UP (V to VIII) will restart from 19th Oct.1/3 pic.twitter.com/BEFlRW2Gue— Ranoj Pegu (@ranojpeguassam) September 28, 2021