Barak UpdatesHappeningsBreaking News
করোনায় মৃত তারাপুরের ৮১ বছরের বৃদ্ধOctogenarian man from Tarapur dies at SMCH
১৭ অক্টোবরঃ শিলচর মেডিক্যাল কলেজে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানিয়েছেন, মৃতের নাম নীরেন্দ্রলাল দত্ত। বাড়ি তারাপুরে। গত ৩ অক্টোবর সকাল ১১টায় তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। হার্টের সমস্যা ছিল ৮১ বছরের বৃদ্ধের। ১৩ দিন ধরে চিকিতসা চললেও শেষরক্ষা হয়নি। শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটেে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. গুপ্ত জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও এ জন্যই তাঁর মৃত্যু হয়েছে, তা বলা যায় না। তাই তাঁর মৃত্যু নন-কোভিড ডেথ। তবে অন্ত্যেষ্টি হবে কোভিড প্রটোকল মেনে।
Oct. 17: The coronavirus pandemic has now led to a procession of death also in Barak Valley. Since the last few days, the valley witnessed many deaths, although all of them were not certified as COVID-19 deaths. However, this also cannot be ruled out that all of them were infected with coronavirus. Those COVID positive persons who die due to comorbidities are usually not certified as ‘Covid-19’ death by the State Death Audit Board.
On Saturday, Dr. Bhaskar Gupta, Vice Principal of Silchar Medical College & Hospital (SMCH) informed that in the last 24 hours, the Valley witnessed 01 more death at Silchar Medical College and Hospital (SMCH). The deceased from Cachar district was identified as:
- Nirendralal Dutta (81) from Tarapur was admitted in SMCH at 11 AM on 3 October. He breathed his last at 11.50 PM on 16 October. His death was certified as Non-Covid death by the State Death Audit Board.