Barak UpdatesHappeningsBreaking News

এফআইআরে আপত্তি: সাসপেন্ড হারাঙ্গাজাও থানার ওসি অংশু রাজকুমার
OC Harangajao suspended after he refuses to register FIR

২৪ মে: এফআইআর নিতে রাজি না হওয়ায় চাকরি থেকে সাসপেন্ড হলেন ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও থানার ওসি অংশুমান রাজকুমার৷ ঘটনা এপ্রিলের শেষ সপ্তাহের৷ গত ২৪ এপ্রিল ৪-৫ দুষ্কৃতী ঘর থেকে তুলে নিয়ে গিয়েছিল প্রাক্তন জঙ্গি তথা ঠিকাদার সন্তোষ হোজাইকে৷ পরদিন তার স্ত্রী জয়ন্তা হোজাই এজাহার দিতে থানায় যান৷ ওসি রাজকুমার তা রাখেননি৷ ৬ দিন পর ৩০ এপ্রিল সন্তোষবাবুর অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়৷

Rananuj

জয়ন্তা হাইকোর্টের দ্বারস্থ হন৷ অভিযোগ করেন, পুলিশই তাঁর স্বামীকে খুন করেছে৷ এই রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেয়৷ তদন্তের দায়িত্ব দেওয়া হয় দক্ষিণ অসমের ডিআইজি দিলীপকুমার দে-কে৷ এর পরই এসপি, ডিএসপি বদলি হন৷ এসপি পদে বীরবিক্রম গগৈর জায়গায় দায়িত্ব নেন জয়ন্ত সিং৷ তিনিই এ দিন অভিযুক্ত অংশুমান রাজকুমারকে সাসপেনশনের নির্দেশ দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker