Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
৫ বছর পর যশোরে ফিরলেন ‘হরিনগরের পাগলি’, সৌজন্যে এক সাংবাদিক
৩০ জুন : বাংলাদেশের যশোরে ফিরে গেলেন পূরবী মহালদার৷ ৫ বছর ধরে অপেক্ষায় ছিলেন স্বামী-পুত্র৷ ভারতের কাছাড় জেলার প্রত্যন্ত হরিনগরে বসে তিনিও আশায় ছিলেন, একদিন স্বামী-ছেলে ঠিক তাকে খুঁজে বের করবে৷
কবে কীভাবে এ পারে এসেছেন, বলতে পারেন না তিনি৷ এলাকাবাসী তাকে দেখেন বছর পাঁচেক ধরে৷ পাগলি বলেই চেনেন সবাই৷ মঙ্গলবার করিমগঞ্জ সীমান্ত পেরোতেই মা-ছেলের মিলন হল৷ এ দিন স্বদেশে যাওয়ার আগে বলে গেলেন, সব আশা-বিশ্বাস হারিয়ে যখন পাগলি অভিধাকেই মেনে নিয়েছিলেন, তখনই অবিশ্বাস্য সব ব্যাপার ঘটে৷ সৌজন্যে করিমগঞ্জের সাংবাদিক সুজন দেবরায় ও হরিনগরের ব্যবসায়ী ধ্রুবজ্যোতি দাস পুরকায়স্থ৷
ধ্রুবজ্যোতিই একদিন ‘পাগলি’-র সঙ্গে গল্প জুড়েন৷ তাঁর নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন৷ বিস্মিত হন৷ পূরবী মহালদার বলে চলেন, তাঁর স্বামী মহীতোষ মহালদার৷ একমাত্র সন্তান জয়৷ বাড়ি যশোর জেলায়, অভয়নগরের একতারপুরে৷
ধ্রুবজ্যোতি বিষয়টি জানান তাঁরই পরিচিত সাংবাদিক সুজন দেবরায়কে৷ করিমগঞ্জ সহ বরাক জুুুুড়ে নানা সমাজসেবামূলক কাজের জন্য তাঁঁর বিশেষ পরিচিতি রয়েছে৷
সুজন যশোরের পুলিশ সুপার আসরাফুদ্দিনের নম্বর সংগ্রহ করেন৷ কথা বলেন তাঁর সঙ্গে৷ আসরাফুদ্দিনও ভাল সাড়া দেন৷ ১২ ঘণ্টার মধ্যে ফোন করে সুজনকে জানান, ঠিকানা খুঁজে পেয়েছেন৷ ঘটনাও ঠিক আছে৷ ৫ বছর আগে বন্যার সময় কীভাবে হারিয়ে যান পূরবীদেবী৷
এ বার তাঁর অবস্থান জানতে পেরে যশোরের এক এনজিও ‘রাইট যশোর’ বাংলাদেশ দূতাবাসে চিঠি লেখে৷ কূটনৈতিক পর্যায়ে অবশ্য দ্রুত ফয়সলা হয়৷
মাকে জড়িয়ে ধরে ওপার থেকে জয় মহালদার সুজয়কে ফোনে জানান, মাকে ফিরে পাওয়ার কী যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা যায় না৷ সুজনবাবু বললেন, ধ্রুবজ্যোতির মত অন্তত কয়েকজন যদি পথে-থাকা মানুষগুলির সঙ্গে একটু সময় কাটান, তাহলে অনেকে বাড়িঘরে ফিরতে পারেন৷