Barak UpdatesBreaking News
১৭ নভেম্বরের বাঙালি সমাবেশ রুখতে রাস্তা আটকাবে আলফাNRC: ULFA to block road to stop Bengali Convention on 17 November
১৮ অক্টোবরঃ এনআরসি ও নাগরিকত্ব আইন সংশোধন ইস্যুতে বাঙালি সংগঠনগুলি ১৭ নভেম্বর গুয়াহাটির খানাপাড়ায় গণ-সমাবেশ ডাকায় প্রতিবাদে সরব আসু এবং আলফা। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন, “উত্তর-পূর্বের ২৮টি সংগঠন নাগরিকত্ব আইন সংশোধনীর বিরোধিতা করছে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব স্থির হলে অসম চুক্তি ও এনআরসি প্রক্রিয়া অর্থহীন হয়ে যাবে।” আলফার দাবি, ১৭ নভেম্বর বাঙালিদের গণ-সমাবেশ রুখতে তারা প্রয়োজনে অসম জুড়ে অবরোধ করবে। সমাবেশে মানুষের আসা রুখবে। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের দাবি, বিজেপির মদতেই বাঙালি সংগঠনগুলি জোট বেঁধেছে। তাঁদের আশঙ্কা, ‘‘এই ধরনের সমাবেশ অশান্তির সৃষ্টি করতে পারে।”
বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া অসম গণ পরিষদের ভূমিকার সমালোচনা করেন। অগপ বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত অবশ্য জানান, বিল পাশ হলেই অগপ বিজেপি-র সঙ্গে মিত্রতা ছিন্ন করবে।