NE UpdatesBarak UpdatesBreaking News

এনআরসি আতঙ্কে ত্রিপুরাতেও সভা-সমিতি
NRC phobia: Meetings & conferences organised in Tripura

২৩ সেপ্টেম্বর: অসমে এনআরসি করে বাঙালিদের যে চরম দুর্ভোগের মধ্যে ঠেলা হয়েছে, তাতে ত্রিপুরাতেও আতঙ্ক ছড়িয়েছে| দেশজুড়ে এনআরসি হবে বলে কেন্দ্রের ঘোষণায় সেখানে প্রবল ভীতি ছড়িয়ে পড়েছে| এতদিন বিষয়টি কী হতে চলেছে, বুঝতে না পারলেও প্রতিবেশী রাজ্যে চূড়ান্ত এনআরসি প্রকাশের পর এখন এ নিয়েই সর্বত্র চর্চা হচ্ছে| শুরু হয়েছে প্রতিবাদী সভা-সমিতি|

Rananuj

এই আন্দোলন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে আমরা বাঙালি| রবিবারও দুটি সভা অনুষ্ঠিত হয়| মাছমারার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সহসচিব গৌরাঙ্গ রুদ্রপাল| বাঙালি ছাত্র যুব সমাজের প্রচার সচিব রঞ্জিত বিশ্বাস, শীতল দেবনাথ, রূপম বড়ুয়াও সেখানে বক্তৃতা করেন| আরেকটি সভা হয় অমরপুর বাজারে|

রাজ্য কমিটির সদস্য তপন দেবনাথ, জেলা সচিব বিজয় দাস, রাসমোহন দেব প্রমুখ এনআরসির ভয়াবহ দিকগুলো তুলে ধরেন| তারা বলেন, নাগরিকত্বের নামে অসমে ১৯ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করা হয়েছে| এখন ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বাঙালিদের ব্যাপক হারে দেশছাড়া করতে সারা দেশে এনআরসি করার কথা বলছে কেন্দ্র| এমন ঘোষণা কিছুতেই কার্যকর হতে দেওয়া হবে না বলে জোর গলায় জানিয়ে দেন তারা| আমরা বাঙালি নেতারা সেজন্য এখন থেকেই সভাসমিতি করার আহ্বান জানান| তারা অসমের বাঙালিদের খবর নিতেও আহ্বান জানান|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker