NE UpdatesSportsBreaking News
লভলিনার সাফল্য কামনায় বুধবার ৩০ মিনিটের জন্য স্থগিত বিধানসভা
৩ আগস্ট : বুধবার অলিম্পিকে সেমি ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসাম কন্যা লভলিনা বরগোহাই। তাঁকে উতসাহ দিতে ও তাঁর সাফল্য কামনায় ৩০ মিনিটের জন্য স্থগিত থাকবে আসাম বিধানসভার কাজকর্ম। বুধবার মহিলা বক্সিং-এ লভলিনা তুর্কির বিশ্ব চ্যাম্পিয়ন বুসেনাজ সারমেনেলির মুখোমুখি হচ্ছেন।
৬৯ কেজি ওয়াল্টার ওয়েট বিভাগে চাইনিজ তাইপে অর্থাৎ তাইওয়ানের চেন নিয়েন চিনকে হারিয়ে বক্সিং-এ সেমিফাইনালে উঠেছেন লভলিনা। এভাবে তিনি ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করেছেন। লভলিনা তিনবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন। অলিম্পিকে আসামের প্রতিনিধিত্বকারী তিনিই প্রথম মহিলা।
In the 125-year history of modern @Olympics, India's ace boxer @LovlinaBorgohai has become the first person from Assam to secure a medal.
Our beloved daughter is all set to play her crucial semi-final match tomorrow.1/2 pic.twitter.com/iDJ8UbLSKE
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 3, 2021