Barak UpdatesHappeningsBreaking News

এনআরসিঃ মধুরবন্দের তথ্য ফাঁস, মামলা, ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ
NRC: Details leaked at Madhurband: Enquiry Ordered

গোলাঘাট, ধুবড়ির পর কাছাড় জেলায় খসড়া এনআরসি-র তথ্য ফাঁসের ঘটনা ঘটল। মধুরবন্দ সেবাকেন্দ্রের ৩ হাজার ২২৬ জন আবেদনকারীর তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ২৬৯ পাতার পিডিএফ কেউ পাচ্ছেন হোয়াটস অ্যাপে, কেউ পড়ছেন ফেসবুকে। কোন সূত্রে, কীভাবে তা বাইরে চলে এলো, তা জানতে ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। থানায়ও এফআইআর দায়ের করা হয়েছে।

Rananuj

এলাকাবাসী তথ্য ফাঁসের জন্য প্রথমে সেবাকেন্দ্রের অফিসার-কর্মীদের দোষারোপ করছিলেন। অভিযোগ উড়িয়ে মধুরবন্দের এলআরসিআর (সেবাকেন্দ্র প্রধান) গৌতম বিশ্বাস বলেন, কোনও সেবাকেন্দ্রে পিডিএফ ফাইল তৈরির সুযোগ নেই। একইভাবে এই ধরনের ফাইল সার্কল বা জেলা কার্যালয় থেকেও সেবাকেন্দ্রগুলিতে পাঠানো হয়নি।  সেখান থেকে তথ্য ফাঁসের আশঙ্কা অমূলক বলেই মন্তব্য করেন গৌতমবাবু।

জেলাশাসক এস লক্ষ্মণন জানান, খসড়া প্রকাশিত হয়ে গেলেও তাঁরা বিষয়টি গুরুত্ব সহ দেখছেন। কারণ একের তথ্য যেন অন্য কেউ জানতে না পারেন, সে জন্য পুরো খসড়া সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে শুধু আবেদনকারীকেই জানানো হচ্ছে, তাঁর পরিবারে কার নাম উঠেছে, কার ওঠেনি। এই অবস্থায় কীভাবে পুরো পিডিএফ ফাইল বাইরে চলে গেলো, তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক লক্ষ্মণন বলেন, ম্যাজিস্ট্রেট দল গঠন করে বিভিন্ন দিক থেকে এর বিচার-বিশ্লেষণ করা হবে। সঙ্গে পুলিশও তদন্ত চালিয়ে যাবে।

ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে গোলাঘাটেও। সেখানে এনআরসি-র খসড়া  প্রকাশের আগেই হোয়াটস অ্যাপে জানাজানি হয়ে গিয়েছিল। পরে ধুবড়িতে ফাঁস হয় জেলাভিত্তিক তথ্য।

এনআরসি সমন্বয় রক্ষাকারী প্রতীক হাজেলা বলেন, যেহেতু এনআরসির বিষয়টি সংবেদনশীল, তাই জেলাভিত্তিক তথ্য আমরা প্রকাশ করছি না। সব জেলাশাসককে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। এর পরও কেউ কেউ বিভিন্ন সূত্র ব্যবহার করে খবর সংগ্রহ করে ছড়িয়ে দিচ্ছে।

After Golaghat & Dhubri, news of NRC related information leak has come from Madhurband area of Cachar district. Details of 3226 applicants under Madhurband NSK are now available in social media. A pdf file comprising of 296 pages is in circulation in Whatsapp and Facebook. How this top secret document came out in public is a question of utmost importance. In this regard a magisterial level Inquiry has been ordered and FIR has also been registered.

People of the locality have accused the officer and staff of the said NSK for divulging the information. However, Gautam Biswas, LRCR of Madhurband NSK have rubbished the allegation and said that there is no such scope of making pdf file in the NSK. Similar pdf files have also not been sent to the NSK from the circle or district office. S. Lakshmanan, Deputy Commissioner Cachar has taken this matter quite seriously.

NRC State Coordinator, Prateek Hajela has informed that as the matter of NRC is very sensitive, so district wise information will not be divulged. All the District Commissioners have also been given necessary directions in this regard.

 

 

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker