NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesBreaking News

এনআরসির চূড়ান্ত তালিকা একমাস পিছিয়ে ৩১ আগস্ট
NRC: Deadline for release of final list extended to 31 August by Supreme Court

২৩ জুলাই : এনআরসি প্রকাশের তালিকা এক মাস পিছিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ৩১ আগস্ট এনআরসি চূড়ান্তরূপে প্রকাশ করতে হবে। এর আগে সুপ্রিম কোর্ট চলতি বছরের ৩১ জুলাই তা প্রকাশ করার দিন নির্ধারণ করেছিল।

Rananuj
এর পক্ষকাল আগে চূড়ান্ত এনআরসি প্রকাশের জন্য অতিরিক্ত সময় চায় কেন্দ্র ও রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের কাছে তারা আবেদন জানিয়েছিল, নির্ভুল এনআরসি-র জন্য সীমান্তবর্তী জেলাগুলিতে ২০ শতাংশ আবেদনকারীর নথি পুনঃপরীক্ষা হোক। আর একই কাজ অন্যান্য জেলায় অন্তত ১০ শতাংশ হোক। স্টেট কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাও সেদিন একমাস সময় বাড়ানোর আর্জি জানিয়েছিলেন। তবে নথি পুনঃপরীক্ষার প্রস্তাবে সায় দেননি। হাজেলা সময় চেয়েছিলেন বন্যা পরিস্থিতির দিকে খেয়াল রেখে। সুপ্রিম কোর্ট মঙ্গলবার হাজেলার দাবি মেনে নিয়েছে। কেন্দ্র-রাজ্যের নথি পুনঃপরীক্ষার প্রস্তাব এককথায় খারিজ হয়ে গিয়েছে।

July 23: In an important verdict, the Supreme Court of India extended the deadline for publication of final list of National Register of Citizens (NRC) to 31 August, 2019. Earlier, the apex court directed to publish the final NRC by 31 July.

Extension of the 31 July, 2019 deadline of declaration of final list of National Register of Citizens (NRC) was sought by both the Union Government and Assam Government. In this connection, the central and state governments moved the Supreme Court.

The Centre and Assam made the request alleging wrongful inclusions and exclusions in the National Register of Citizens. However, the proposal of the government for re-verification of documents (20% for bordering areas & 10% for other districts) of those already included in draft NRC was not accepted by the apex court.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker