NE UpdatesIndia & World UpdatesBreaking News
এনআরসি : মমতার নির্দেশে আসাম ঘুরে গেলেন তৃণমূলের দুই নেতাNRC: 2 TMC leaders came to Assam to take stock of the situation under the direction of Mamata
২৫ সেপ্টেম্বর : জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া সাধারণ মানুষের অভিযোগ শুনলেন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ও প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী মঙ্গলবার গুয়াহাটি আসেন। গুয়াহাটি এসে তাঁরা জানান, চূড়ান্ত নাগরিকপঞ্জি থেকে যে ১৯ লক্ষ লোকের নাম বাদ পড়েছে, তৃণমূল তাদের পাশে রয়েছে। এর আগে আসামের এনআরসি ছুট মানুষেরা বাংলার দুই নেতার কাছে আইনি সাহায্য চেয়েছেন। দুই নেতা এ ব্যাপারে জনগণকে আশ্বাস দিয়েছেন।
সুখেন্দুশেখর রায় বলেন, ‘আমরা ফিরে গিয়ে দলের নেত্রীর কাছে একটি রিপোর্ট দেব। এ ব্যাপারে তিনি যেমন নির্দেশ দেবেন, সেই অনুযায়ী কাজ হবে।’ সুখেন্দু বলেন, ‘প্রয়োজন হলে আবার গুয়াহাটি আসতে হবে। আমরা বলেছি, মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছেন। তিনি নাগরিকপঞ্জি নিয়ে প্রতিবাদ করছেন। আপনারা আন্দোলন চালিয়ে যান।’ এ দিনই দুই নেতা গুয়াহাটি থেকে কলকাতা ফিরে গেছেন। গুয়াহাটিতে এ দিন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি সভা হয়। বাংলার দুই নেতা ছাড়াও ছিলেন বৈঠকে অসম তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি গোপীনাথ সাহা সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।