SportsBreaking News
লেটার সহ প্রথম বিভাগে উত্তীর্ণ অ্যাথলিট হিমা দাসAthlete Hima Das passes HS in 1st division with letter marks
২৫ মে : ৭০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হলেন আসামের অ্যাথলিট হিমা দাস। নগাও এর ধিং কলেজের ছাত্রী হিমা কলা বিভাগে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। অসমিয়া বিষয়ে হিমা লেটার মার্কসও পেয়েছেন। মোট ৫০০ নম্বরের মধ্যে হিমা পেয়েছেন ৩৪৯। এরমধ্যে ইংরেজিতে ৬৩, অসমিয়ায় ৮৪, অতিরিক্ত অসমিয়ায় ৬০, রাষ্ট্রবিজ্ঞানে ৭৫, এডুকেশনে ৬৭ ও জিওগ্রাফিতে ৪৬ পেয়েছেন তিনি।
পরীক্ষার ফলাফলে খুশি ব্যক্ত করে হিমা জানিয়েছেন, তিনি নয়াদিল্লিতে উচ্চ শিক্ষার পাঠ নেবেন। আসন্ন অলিম্পিকে অংশ নেওয়ার জন্য হিমা বর্তমানে পাতিয়ালায় প্রশিক্ষণ নিচ্ছেন। উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য গত ফেব্রুয়ারিতে তিনি বাড়ি ফিরেছিলেন। এই ফলাফলের জন্য হিমা তাঁর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত, পড়াশোনার জন্য এই প্রশিক্ষণে যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য শিক্ষকরা সব বই ও পড়াশোনার সামগ্রী তাঁকে পাঠিয়ে দিয়েছিলেন।