NE UpdatesHappeningsBreaking News
উদ্ধার টাকা ছাপানোর মেশিন, ১২ লক্ষের জাল নোট সহ গ্রেফতার ৬Note printing machine seized, 6 arrested along with fake notes worth ₹12 lakh
২৫ আগস্ট : নগাঁও জেলার সামাগুড়িতে প্রায় ১২ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে নকল টাকা ছাপানোর মেশিন। এর সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার রোজি কলিতা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর প্রায় চারটা পর্যন্ত জেলার সামাগুড়ির গেন্ধালি-বোবেজিয়া গ্রাম, সোনারবালি এবং আমনি এলাকায় তিনি নিজে পুলিশের এক বিশাল দল নিয়ে অভিযান চালান।
ওই অভিযানে পুলিশের দলটি সামাগুড়ির গেন্ধালি-বেবেজিয়া গ্রাম থেকে ক্ষীরোদ বরগোহাঁই, মহিম গগৈ এবং সোনাবালি থেকে কামাল উদ্দিন নামের তিনজনকে আটক করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আমনির এক হোটেল থেকে লখিমপুর জেলার বিহপুরিয়ার সুরুজ আলি, রশিদ আলি এবং বিল্লাল হুসেন নামের আরও তিনজনকে আটক করা হয়।
তিনি জানান, অভিযানকারী পুলিশের দল জাল নোট ছাপানোর অত্যাধুনিক মেশিন, নগদ প্ৰায় ১২ লক্ষ ৫০০ টাকার জাল নোট, একটি মোটরবাইক এবং বেশ কয়েকটি মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে। ধৃত জাল নোটের চক্ৰটি সামগুড়ির গেন্ধালি-বেবেজিয়া গ্রামের বাসিন্দা ক্ষীরোদ বরগোহাঁইয়ের একটি ঘর ভাড়ায় নিয়ে জাল টাকা ছাপিয়ে রমরমা অবৈধ কারবারে লিপ্ত ছিল। এএসপি রোজি কলিতা জানান, ধৃতদের জেরা চলছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এ সম্পর্কীয় আরও তথ্য ফাঁস হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।