India & World UpdatesHappeningsBreaking News

Not all other appliances, only lights to go off: Power Ministry on PM’s 9-minutes call
শুধু আলো বন্ধ রাখুন, অন্য বৈদ্যুতিন সামগ্রী নয় : বিদ্যুৎ মন্ত্রক

৪ এপ্রিল: প্রধানমন্ত্রীর আলো নেভানো ও জ্বালানোর আহ্বানে যাতে দেশের গ্রিড ব্যবস্থা প্রভাবিত না হয়, এই দিকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রক। এক প্রেস বিবৃতিতে  মন্ত্রক জানিয়েছে  ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য বাড়ির আলো নেভানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী মোদি।  প্রদীপ, মম, টর্চ, মোবাইল ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আলোর মহাশক্তি জাগিয়ে তোলার আবেদন রেখেছেন তিনি। এসব তো ঠিক আছে।

কিন্তু এতে দেশের গ্রিড ব্যবস্থার ওপর বড়সড় প্রভাব পড়তে পারে, এই শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। ফলে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। মন্ত্রকের মতে, প্রধানমন্ত্রী শুধুমাত্র আলো নেভানোর আহ্বান জানিয়েছেন। তাই ফ্যান, এসি, ফ্রিজ, কম্পিউটার, টিভি বন্ধ করার দরকার নেই। শুধুমাত্র আলো নেভালেই তো হয়ে গেল। সম্ভাব্য সমস্যার সমাধান করতে ইতিমধ্যে দেশের স্থানীয় প্রশাসনকে  একাধিক নির্দেশ দিয়েছে মন্ত্রক। এতে সাফ জানানো হয়েছে রাস্তার আলো যেন বন্ধ না হয়। তাছাড়া, হাসপাতাল সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন দফতর, পুলিশ স্টেশনের আলো জ্বালিয়ে রাখতে হবে।   এই নির্দেশ মানলে পাওয়ার গ্রিডের সমস্যা অনেকটাই কমবে বলে বিবৃতিতে স্পষ্ট করেছে বিদ্যুৎ মন্ত্রক।

স্টেট লোড ডেসপ্যাচ সেন্টারের আধিকারিকদের অনুমান, প্রধানমন্ত্রীর কথামতো যদি একই সময়ে বাড়ির আলো নিভে যায় তাহলে বিদ্যুতের চাহিদায় খুব বেশি ঘাটতি দেখা দেবে। ফলে, পাওয়াগ্রিডের ওপর চাপ বাড়বে। আবার ৯ মিনিট পরে যখন সব বিদ্যুৎ একসঙ্গে জ্বলে উঠবে তখন সেই চাহিদার জোগান দিতে গিয়ে পুরো সিস্টেমই ব্রেক ডাউন হতে পারে। এরকম হলে  বড় রাজ্যে ব্ল্যাকআউটের সমস্যা দেখা দিতে পারে।

এদিকে, এই বিপর্যয় এড়াতে দেশবাসীকে ফ্যান চালিয়ে রাখার পরামর্শ দিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের অ্যাসোসিয়েট ডিরেক্টর এম কে মাথুর। এক বার্তায় মাথুর জানিয়েছেন, ‘রবিবার রাত ৮.৫৫ মিনিট থেকে ৯.১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট ফ্যান চালিয়ে রাখুন। তাহলে আলো নেভালেও বিদ্যুতের ঘাটতি খুব বেশি হবে না। ফলে গ্রিড বিপর্যয় রোখা যেতে পারে।’ তাহলে বিদ্যুতের চাহিদা ও জোগানের মধ্যে একটা ভারসাম্যও বজায় থাকবে বলে তাঁর অভিমত।

April 4: The Ministry of Power has put to rest concerns about possible electricity grid collapse due to Prime Minister Narendra Modi’s call for switching off lights for 9 minutes on Sunday evening at 9 pm. This appeal had come from the Prime Minister to show solidarity of the country in the fight against COVID-19.

PM Modi said, “On the 5th of April, on Sunday, I want 9 minutes from all you, at 9PM.Listen carefully, on the 5thof April, at 9 PM, turn off all the lights in your homes, stand at your doors or in you balconies, and light candles or diyas, torches or mobile flashlights for 9 minutes.I repeat, light candles or diyas, torches or mobile flashlights, for 9 minutes at 9 PM on the 5th of April.”

The Ministry of Power has also made it clear that the lights in Hospitals and all other essential services like Public Utilities, Municipal Services, Offices, Police Stations, Manufacturing Facilities, etc will remain on. The call given by the Prime Minister is to just switch off lights in residences,the statement added.

In a letter to State governments, the Ministry of Power said, “The appeal of honourable Prime Minister is to voluntarily switch off only the lights at 9:00 PM on April 5, 2020. There is no call to switch off either streetlights or appliances like TVs, Refrigerators and ACs in homes. Adequate arrangements and protocols are in place to handle the variation in demand. People shoule be assured not to worry and continue running all the appliances as usual.” This statement came after concerns were raised about the robustness of the electricity grid to withstand a sudden drop of around 12 GW to 15 GW of power demand at 9 PM on Sunday.

Any apprehensions that the switching off lights for 9 minutes may cause instability in the grid and thereby harm electrical appliances due to voltage fluctuations are misplaced, an official release said. The electricity grid is robust and that instructions have been issued to state load dispatch centres to handle the fluctuations, the statement added.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker