Barak UpdatesHappeningsBreaking News
অবসরপ্রাপ্ত এসডিও গৌরী সিংহ প্রয়াত
১৫ জুলাই: বিদ্যুৎবিভাগের অবসরপ্রাপ্ত এসডিও তথা অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌরী সিংহ আর নেই৷ বুধবার সকালে তিনি দিল্লির মণিপাল হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ শিলচর সোনাই রোডে তাঁর বাড়ি হলেও কিছুদিন ধরে তিনি দিল্লিতে মেয়ের বাড়িতে ছিলেন৷ সেখানে থেকেই মূলত ডায়াবেটিক, কিডনিজনিত সমস্যার চিকিৎসা করাচ্ছিলেন৷ আচমকা গত সোমবার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে৷ সেদিনেই মণিপালে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর৷
গৌরীবাবু বিভাগীয় কাজকর্মে যেমন সুনামের অধিকারী ছিলেন, তেমনি ক্রীড়া ও সংস্কৃতি জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন৷ ফুটবলের গোলকিপার হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন৷ ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়ও৷ ক্রিকেট, ভলিবল, দাবা, ক্যারমবোর্ড, টেবিলটেনিসও খেলতেন তিনি৷
একইভাবে তিনি সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্য বিচরণ করতেন৷ বিশেষ করে, নাটকের বোদ্ধা দর্শক ছিলেন গৌরীবাবু৷ অমায়িক ব্যবহার এবং সকলের সঙ্গে মিলে চলার বিশেষ গুণের জন্য গৌরী সিংহ সকলের হৃদয়জয় করে নিয়েছিলেন, মন্তব্য করেন এএসইবি পেনশনারদের তরফে আশিস ভৌমিক৷