Barak UpdatesHappeningsBreaking News
সম্মিলিতের স্বাক্ষর সংগ্রহ অভিযান, শুক্রবার দেবদূত পয়েন্টেSave Gandhi Bagh: Signature campaign of Sammilita Mancha continues
১৮ অক্টোবর : গান্ধীবাগে অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে জনগণের মতামত নিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান জারি রেখেছে শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। শুক্রবার চতুর্থ দিনে দেবদূত চত্বরে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামছে এই সংস্থা। গত তিনদিনে শহরের বেশ কয়েকটি স্থানে দাঁড়িয়ে মঞ্চের কর্মকর্তারা এই অভিযান চালিয়ে গেছেন। মঞ্চের দাবি, এই অভিযানে তাঁরা অনেকেরই সমর্থন পাচ্ছেন অর্থাৎ গান্ধীবাগে অ্যামিউজমেন্ট পার্ক নির্মাণের বিরোধিতায় জনগণ এগিয়ে আসছেন।
বৃহস্পতিবার তৃতীয় দিনে মঞ্চ এই অভিযান চলেছে শহরের বিবেকানন্দ রোড, ইন্ডিয়া ক্লাব এবং সবশেষে তারাপুর রেলওয়ে স্টেশন চত্বরে। এ দিন ২৫ ও ২৪ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি চলে। মঞ্চের সঙ্গে এ দিন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ফোরাম ফর সোশ্যাল হারমনি। এগিয়ে আসে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম সমন্বয় কমিটিও। এই সংস্থার পক্ষে সুব্রত নাথ ছাড়াও মঞ্চের পক্ষে এ দিন অভিযানে দেখা গেছে অরূপ বৈশ্য, মানস দাস, শেখর দেবরায়, অরিন্দম দেব, প্রদীপ নাথ, অজয় কুমার রায়, বিশ্বজিত দাস, এদিব ইমন, হিয়া দাস, নভলীনা দাস, পান্না ধর, কল্পনাভ গুপ্ত, শুভজিত দে ও জয়দীপ নাথকে।
এ দিন রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন অজয় কুমার রায়, কমলেশ ভট্টাচার্য, শেখর দেবরায়, অরিন্দম দেব, সুব্রত নাথ ও এদিব ইমন। তাঁরা এই মঞ্চের এই আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, শহরের মাঝখানে থাকা গান্ধীবাগের জমিকে পুরসভা বাণিজ্যিক লাভের জন্য বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। সবুজকে নষ্ট করে এখানে বাণিজ্যিক কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। তা শহরের মানুষকে একসঙ্গে মিলে রুখে দিতে হবে।
তাঁরা আরও বলেন, এই পুরো মাস ধরে স্বাক্ষর সংগ্রহ চলবে। স্বাক্ষর সম্বলিত কাগজ পাঠিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে। এর পাশাপাশি এগুলো আদালতে লিখিত বক্তব্য হিসেবে জমা দেওয়া হবে।
Also Read: গান্ধীবাগ বাঁচাও: স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু