India & World UpdatesHappeningsBreaking News
১২ সেপ্টেম্বর থেকে আরও ৪০ জোড়া স্পেশাল ট্রেন
৫ সেপ্টেম্বরঃ আরও ৪০ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অনলাইনে আসন সংরক্ষণ করা যাবে ১০ সেপ্টেম্বর থেকে। শনিবার রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদব ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, নতুন সময় সূচি তৈরি হচ্ছে। ফলে আরও দ্রুত গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা।
পরে রেলবোর্ডের ডিরেক্টর (টিটি, পাংচুয়ািলিটি) সুরেশ ভিসি সমস্ত জেনারেল ম্যানেজারদের চিঠি পাঠিয়ে বলেন, এই চল্লিশ জোড়া ট্রেন আগের শ্রমিক স্পেশাল ও স্পেশাল ট্রেনগুলির অতিরিক্ত। এই ট্রেনগুলিতে কোনও সাধারণ কামরা থাকবে না। রিজার্ভেশনের যাত্রীরাই কেবল ট্রেনে উঠতে পারবেন। স্টপেজও পুরনো হিসেবে নয়। স্টপেজ চূড়ান্ত হয়েছে রাজ্য সরকারের পরামর্শক্রমে।
৪০ জোড়া ট্রেনের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের যাত্রীরা পাবেন বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি, গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট, ডিব্রুগড়-অমৃতসর, অমৃতসর-ডিব্রুগড়, আগরতলা-দেওঘর, দেওঘর-আগরতলা এবং ডিব্রুগড়-লালগড়, লালগড়-ডিব্রুগড়।
লালগড় ও ডিব্রুগড়ের মধ্যে স্পেশাল ট্রেন প্রতিদিন চলবে। আগরতলা ও দেওঘরের ট্রেনজোড়া আগরতলা থেকে সপ্তাহে শুধু রবিবার ও দেওঘর থেকে সোমবার ছাড়বে। ডিব্রুগড় ও অমৃতসরের মধ্যেও সপ্তাহে একদিন চলবে। ডিব্রুগড় থেকে মঙ্গলবার ও অমৃতসর থেকে শুক্রবার। অন্যদিকে বেঙ্গালুরু ও গুয়াহাটির মধ্যে চলাচলকারী বিশেষ ট্রেন সপ্তাহে তিনদিন চলবে। বেঙ্গালুরু থেকে রওয়ানা হবে বুধ, বৃহস্পতি ও শুক্রবার এবং গুয়াহাটি থেকে যাবে রবি, সোম ও মঙ্গলবারে।