India & World UpdatesHappeningsBreaking News
ওমরে চোখ, কাশ্মীরে রাহুল-খাড়্গে
ওয়েটুবরাক, ২২ আগস্ট : ৩৭০ ধারা রদের পরে জম্মু-কাশ্মীরে প্রথম বিধানসভা নির্বাচন হতে চলেছে৷ এই নির্বাচনে কংগ্রেসের পাখির চোখ ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (এনসি)৷ তাদের সঙ্গে জোট গড়ে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী লড়াই গড়ে তুলতে চান রাহুল গান্ধী। এই লক্ষ্যকে সামনে রেখেই শ্রীনগরে গেলেন বিরোধী দলনেতা৷ সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে৷
কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স ‘ইন্ডিয়া’ মঞ্চে থাকলেও, এখনও জম্মু-কাশ্মীরের ভোটে আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত হয়নি। এনসি-র সভাপতি ফারুখ আবদুল্লা প্রথমে জোট হবে না বলেই জানিয়েছিলেন। কিন্তু সদ্য নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা জানিয়ে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সব দলের সঙ্গে হাত মেলাতে তাঁরা প্রস্তুত। এনসি-র সঙ্গে কংগ্রেস নেতৃত্বের প্রাথমিক কথাবার্তা হয়েছে বলেও তাঁর দাবি।
গত লোকসভা নির্বাচনে কংগ্রেস ও এনসি জোট বেঁধে লড়েছিল। কংগ্রেস জম্মুর দু’টি ও লাদাখের একটি আসলে লড়েছিল। তিনটিতেই তারা পরাজিত হয়। কাশ্মীরের তিনটি আসনে লড়ে এনসি দু’টি জিতেছিল। অন্য আসনে ওমর আবদুল্লা নিজেই ইঞ্জিনিয়ার রশিদের কাছে হেরে যান।