Barak UpdatesHappeningsBreaking News

শ্যামল পাল-রাজদীপ পালের চিকিৎসায় গাফিলতি নেই, দাবি মেডিক্যালের
No negligence in treatment of Shyamal & Rajdeep Paul, clarifies SMCH

১২ অগস্টঃ শিলচর রাধামাধব রোডের শ্যামল পাল ও তাঁর পুত্র রাজদীপের চিকিতসায় কোনও গাফিলতি হয়নি। দাবি করলেন শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত। তিনি জানান, অভিযোগ পেয়ে তাঁরা তদন্ত করে দেখেছেন। রাধামাধব রোডের পিতা-পুত্র সোমবার রাত সাড়ে দশটা নাগাদ মেডিক্যাল কলেজে যান। তখন তাদের জ্বর, শ্বাসকষ্ট। দুজনেরই রেপিড অ্যান্টিজেন টেস্ট হয়। রেজাল্ট নেগেটিভ। অবজারভেশন ওযার্ডে রেখেই তাদের অক্সিজেন মেপে দেখা হয়। স্বাভাবিক ছিল। জ্বর থাকায় প্রোটোকল মেনে অ্যান্টিবায়োটিক সহ সমস্ত ওষুধ দেওয়া হয়। রাতে দুইজনকেই ডাক্তাররা দেখে যান।

Rananuj

কাল রাতে আরটিপিসিআর রিপোর্টও নেগেটিভ আসে। তাদের তখন সারি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে দুজনেরই অক্সিজেন কমে যায়। ফলে মঙ্গলবার রাতেই শ্যামলবাবুকে অক্সিজেন দেওয়া শুরু হয়। রাজদীপকে দেওয়া হয় বুধবার সকাল থেকে। উপাধ্যক্ষের কথায়, শ্যামলবাবুকে আইসিইউ-তে নিয়ে যাওয়ার কথা বললে তাঁরা পিতা-পুত্র রাজি হননি। তারা জানান, সারি ওয়ার্ডেই তারা থাকতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker