Barak UpdatesHappeningsBreaking News
অরেঞ্জ জোনের সরকারি নির্দেশিকা আসেনি এখনও, জানাল জেলা প্রশাসনNo govt directive of orange zone as yet, informs district administration
এ দিকে শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় বলেন, ‘দুইদিনে আটজন পজিটিভ ধরা পড়ার পর এমন ভাবার কোনও কারণ নেই যে, আমরা গ্রিন রয়ে গিয়েছি। অরেঞ্জ হয়েই গিয়েছি। শুধু ঘোষণা বাকি। শনিবার আক্রান্তের সংখ্যা আরও বেড়ে গেলে কাছাড় রেড হওয়ারই আশঙ্কা।’ তবে তিনি বলেন, তাই বলে সাধারণ জনতার আতঙ্কিত হওয়ার কারণ নেই। এ পর্যন্ত যে কজন পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন, তারা সবাই বাইরে থেকে সংক্রমিত। কাছাড়ে এসে তারা কারও সঙ্গে মেলামেশার মত সময়-সুয়োগ পাননি। তিনি সকলকে সতর্কতার সঙ্গে সরকারি গাইডলাইন মেনে চলতে পরামর্শ দেন। তাঁর কথায়, রোগীর সংখ্যা যদি আরও বেড়েও যায়, আরও অনেককে যদি কোয়রান্টাইন করতে হয়, পরিকাঠামোর দিক থেকে কাছাড় মুশকিলে পড়বে না।
Meanwhile, Silchar MP Dr. Rajdeep Roy said that at this juncture, we cannot think anymore of being a green zone. We are almost in orange as per the set criteria, only the government announcement needs to be made in this regard. He, however, added that if the number of corona cases increase, then Cachar may even become a red zone. But the MP reasuured the people not to panic as the district is well equipped to tackle any situation.