Barak UpdatesHappeningsBreaking News

অরেঞ্জ জোনের সরকারি নির্দেশিকা আসেনি এখনও, জানাল জেলা প্রশাসন
No govt directive of orange zone as yet, informs district administration

8 মেঃ কাছাড় জেলা গ্রিন থেকে অরেঞ্জে পরিণত হয়েছে বলে covid19india.org দুপুর থেকে ঘোষণা করে চললেও কাছাড় জেলাপ্রশাসনে এই ধরনের কোনও নির্দেশিকা সরকারিভাবে এসে পৌঁছায়নি। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান বলেন, সরকারিভাবে নতুন নির্দেশিকা না পৌঁছানো পর্যন্ত গ্রিন জোনের যে সকল সুবিধা মিলছিল, তা অব্যাহত থাকবে। পুরনো নিয়মনীতিতেই সবকিছু চলবে। সুমিতবাবু জানান, covid19india.org-এ রোগীর সংখ্যার নিরিখে নিজে থেকেই আপডেটেড হয়ে যায়।  কিন্তু সরকারিভাবে তা এখনও জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছায়নি। কাগজপত্র হাতে পেলেই দেখা হবে, অরেঞ্জ জোন কী হয়।

Rananuj

এ দিকে শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় বলেন, ‘দুইদিনে আটজন পজিটিভ ধরা পড়ার পর এমন ভাবার কোনও কারণ নেই যে, আমরা গ্রিন রয়ে গিয়েছি।  অরেঞ্জ হয়েই গিয়েছি।  শুধু ঘোষণা বাকি। শনিবার আক্রান্তের সংখ্যা আরও বেড়ে গেলে কাছাড় রেড হওয়ারই আশঙ্কা।’ তবে তিনি বলেন, তাই বলে সাধারণ জনতার আতঙ্কিত হওয়ার কারণ নেই। এ পর্যন্ত যে কজন পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন, তারা সবাই বাইরে থেকে সংক্রমিত। কাছাড়ে এসে তারা কারও সঙ্গে মেলামেশার মত সময়-সুয়োগ পাননি। তিনি সকলকে সতর্কতার সঙ্গে সরকারি গাইডলাইন মেনে চলতে পরামর্শ দেন। তাঁর কথায়, রোগীর সংখ্যা যদি আরও বেড়েও যায়, আরও অনেককে যদি কোয়রান্টাইন করতে হয়, পরিকাঠামোর দিক থেকে কাছাড় মুশকিলে পড়বে না।

May 8: Though covid19india.org has earmarked Cachar as orange zone in its site since Friday afternoon, yet till now, Cachar District Administration has not yet received any such government notification. Additional Deputy Commissioner, Sumit Sattawan informed that till any government directive specifying change in the status of the zone is received, Cachar will continue to enjoy all relaxations as admissible for green zone. Mr. Sattawan further informed that covid19india.org automatically changes the colour of any area as green, orange or red on the basis of mere number of infected patients in a place. However, no such government notification has yet arrived.

Meanwhile, Silchar MP Dr. Rajdeep Roy said that at this juncture, we cannot think anymore of being a green zone. We are almost in orange as per the set criteria, only the government announcement needs to be made in this regard. He, however, added that if the number of corona cases increase, then Cachar may even become a red zone. But the  MP reasuured the people not to panic as the district is well equipped to tackle any situation.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker