NE UpdatesHappeningsBreaking News
কোনও ফান্ড নেই, কঠিন সময় সামনে, বললেন হিমন্তNo fund in our coffer, we need to prepare for tough days ahead, tweets Himanta
১৯ এপ্রিল: আসামের সামনে কঠিনতর সময় অপেক্ষা করছে৷ নিজের টুইটার হ্যান্ডেলে এই সতর্কবার্তা শুনিয়েছেন অর্থ, স্বাস্থ্য, পূর্ত ও শিক্ষামন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ পরে ওই টুইট কেন্দ্রীক এক সংবাদ রিটুইট করেন আরেক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ আবগারি, মৎস্য, বন ও পরিবেশ মন্ত্রী পরিমলবাবুর রিটুইটে বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে৷
We have no fund in our coffer. Trying our best to release salary for may, basic needs of poor and medicines in hospital. We need to prepare for tough days ahead at least for few months https://t.co/xmzUFY4dDk
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 19, 2020
মন্ত্রী শর্মা বলেন, কঠিন সময় সামনে৷ হাতে কোনও ফান্ড নেই৷ তবু স্বাস্থ্যক্ষেত্রে কোনও আপস করা হবে না৷ মেটাতে হবে গরিব মানুষের সাধারণ চাহিদাও৷ তবে কর্মচারীদের বেতন নিয়ে যে সমস্যা রয়েছে, ইঙ্গিত দেন হিমন্ত৷ বলেন, মে মাসে বেতন প্রদানের জন্য খুব চেষ্টা করা হচ্ছে৷