Barak UpdatesBreaking News
শব্দবাজি রুখতে বৃষ্টি মাথায় নিয়েও জনগণকে বোঝাল লায়ন্স গ্রেটার‘No crackers, save our environment’: Special campaign by Lions Greater
২৬ অক্টোবর : পরিবেশ রক্ষার বার্তা নিয়ে দীপাবলির প্রাক্কালে অভিনব কায়দায় বিশেষ সচেতনতা অভিযান চালাল লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার। ‘বাজি না পুড়িয়ে আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখুন’ শীর্ষক প্রচারপত্র শিলচরের জনগণ, পথচারী এবং ক্রেতা-বিক্রেতাদের হাতে তুলে দেন লায়ন্স গ্রেটারের সদস্যরা।
শনিবার দুপুর বারোটা নাগাদ সদস্যরা প্লেকার্ড হাতে নিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন। তারা শহরের প্রেমতলা, গোলদিঘি মল, নাজিরপট্টি, ভাওয়াল পয়েন্ট, দেবদূত পয়েন্ট, সদরঘাট, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি সহ বিভিন্ন সড়কে জনগণের সঙ্গে মিলিত হন।
এই অভিযানে লায়ন্স ক্লাব শিলচর গ্রেটারের সদস্যদের সঙ্গে যুব সংগঠন ‘এস বলি’র সদস্যরাও সামিল হন। প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়েও তারা বাজি পোড়ানোর খারাপ দিকগুলো জনগণের কাছে তুলে ধরেন। এই অভিযানে লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত সম্পাদক অনুপ দত্ত, শ্রীদিপ কর প্রমূখ উপস্থিত ছিলেন।