NE UpdatesBarak UpdatesBreaking News
No anti-CAB movement in Manipur, rather getting ready to welcome ILPক্যাব বিরোধী আন্দোলন নেই মণিপুরে, চলছে আইএলপি বরণের প্রস্তুতি
8 ডিসেম্বরঃ মণিপুরকে বাগে নিয়ে এলেন মোদী-শাহ। উত্তর-পূর্বের এই রাজ্যটির দীর্ঘদিনের দাবি ইনার লাইন পারমিট চালুর কথা ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই ঘোষণার পরই সমস্ত ক্যাব বিরোধী শক্তি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। এর বদলে শুরু হয়েছে আইএলপি বরণের প্রস্তুতি।
মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ প্রতিটি অফিসে আইএলপি প্রাপ্তিতে সাফল্য হিসেবে উদযাপনের নির্দেশ দিয়েছেন। ওই সব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছবি থাকা বাধ্যতামূলক বলে সরকারি নির্দেশ জারি করে জানিয়ে দিয়েছেন মণিপুরের স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব কে রঘুমণি সিংহ।
মণিপুরের ক্যাব বিরোধী যৌথ মঞ্চও কেন্দ্রের ওপর যারপরনাই খুশি। তারা মঙ্গলবার সকাল ১১টায় ইম্ফলে জনসভার আহ্বান জানিয়েছেন।