Barak UpdatesHappeningsBreaking News

নিজামফেরতদের একজনও স্বেচ্ছায় জানাননি, আক্ষেপ হিমন্তের
Nizamuddin returned none declared voluntarily, laments Himanta

২ এপ্রিল: নিজামুদ্দিন ফেরত একজনও দিল্লিতে যাওয়া বা দিল্লি থেকে ফিরে আসার কথা স্বেচ্ছায় জানাননি৷ পাড়ার মানুষ খবর দেওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদের আনা হয়৷ বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য ও অর্থ মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আক্ষেপ ব্যক্ত করে বলেন, এর পরও তাঁরা স্পষ্টভাবে নিজামে যাওয়ার কথা বলতে চান না৷ বরং নানা কথা শুনিয়ে থাকেন৷ হিমন্ত জানান, সংক্রমণ ঠেকাতে শুক্রবার থেকে নিজাম ফেরতদের পরিবারের সবাইকেও সরকারি কোয়রান্টাইনে রাখা হবে৷

পজিটিভদের মধ্যে যে মহিলারাও রয়েছেন, সে কথা জানিয়ে মন্ত্রী বলেন, তবলিগে মহিলারা যান কিনা, সে পৃথক প্রশ্ন৷ কিন্তু যে সব মহিলার পজিটিভ ধরা পড়েছে,তাঁরা সবাই দিল্লি গিয়েছিলেন, তা স্পষ্ট৷ ফলে স্বামী বা সঙ্গীদের দ্বারা তারা সংক্রামিত হয়ে থাকতে পারেন৷

মন্ত্রীর কথায়, নিজামে যাওয়া ৪০৩ জনকে এ পর্যন্ত শনাক্ত করা গিয়েছে৷ প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি৷ এর মধ্যে অনেকে আবার এখনও দিল্লিতে রয়ে গিয়েছেন৷ নিজাম থেকে অন্যত্রও গিয়েছেন কেউ কেউ৷ হিমন্ত জানান, দিল্লিতেও অসমের ৪জন করোনা রোগী ধরা পড়েছে৷ অন্যত্র রয়েছেন আরও ৪জন৷ তাদের মধ্যে ২ জন মুম্বাইয়ে চিকিৎসাধীন৷

গোলাঘাট জেলার মহম্মদ আফজল ইরানি নামে এক ব্যক্তির ভিডিও দেখিয়ে-শুনিয়ে তিনি বলেন, অসমের আরও প্রায় ৪০০ জন এখনও দিল্লিতে  রয়েছেন৷হিমন্ত ইরানির তথ্যকে যুক্তিযুক্ত বলেই মনে করেন৷ বলেন, কেন্দ্রের কাছে অসমের যে ৬৮জনের দিল্লিতে থাকার তথ্য রয়েছে, এরা সবাই ১৪ মার্চ বা তার আগে দিল্লি গিয়েছিলেন৷ কিন্তু তবলিগে যাওয়া অব্যাহত ছিল ২২ তারিখ পর্যন্ত৷

স্বাস্থ্যমন্ত্রী এ দিনও বারবার বলেন, ‘নিজের, পরিজন ও দেশের স্বার্থে নিজামফেরত বাকিরা নিজেরাই ১০৪ নম্বরে ফোন করুন৷ অ্যাম্বুলেন্স গিয়ে আপনাদের তুলে আনবে৷ আইনি ব্যবস্থার ভয় নেই৷ এ রকম কোনও কথাই ওঠে না৷’

তাঁর কথায়, পজিটিভ ধরা পড়লে ১৪ দিনে ৩ বার পরীক্ষা হবে৷ প্রতিটি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তাকে সুস্থ বলা যাবে৷ এর পরও অবশ্য তাদের কিছুদিন হাসপাতালে থাকতে হবে৷ ভিন রাজ্যে অসুস্থদের ক্ষেত্রে ওই রাজ্য সরকার সুস্থ বলে জানালেই তাদের অসমে আনা হবে, জানান হিমন্ত বিশ্ব শর্মা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker