India & World UpdatesHappeningsBreaking News
ইডির জালে পড়লেন নিজামুদ্দিন মরকজ প্রধান মওলানা সাদNizamuddin Markaz: ED files case against Tablighi Jamaat chief Maulana Saad
১৬ এপ্রিল : এ বার ইডির জালে আটকে পড়লেন নিজামুদ্দিন তবলিগ-ই- জামাতের প্রধান মওলানা সাদ। মরকজ প্রধান সাদের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সরকারি নির্দেশ অমান্য করে তবলিগের জমায়েত করানোর দায়ে আগেই দিল্লি পুলিশ এক এফআইআর দায়ের করেছে মওলানার বিরুদ্ধে। এ বার হল ফৌজদারি মামলা। মওলানা সাদকে অবিলম্বে ইডি-র দফতরে জেরার জন্য হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মওলানার আইনজীবী জানিয়েছেন, ১৪ দিনের সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। এই সময়সীমা শেষ হলেই তদন্তে সহযোগিতা করবেন।
ইডির সূত্র অনুযায়ী, দিল্লির নিজামুদ্দিন মরকজের তবলিগ ঘিরে এ মাসের প্রথম দিক পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে ৩০০০ করোনা সংক্রামিত শনাক্ত হয়েছেন। এতে অনেক বিদেশি সদস্যও যোগ দেন। আর সেই জমায়েত ঘিরেই আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে মওলানা সাদের বিরুদ্ধে। জমায়েতকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে চাঁদা সংগ্রহ থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে ইডি। পাশাপাশি কিছু অডিও রেকর্ডিংও যাচাই করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই তবলিগে প্রায় ৯ হাজার জামাতি অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, এসব জামাত সদস্যের সংস্পর্শ থেকেই গোটা দেশে কোভিড-১৯ সংক্রমণ অনেকটা বেড়ে গেছে। যদিও ঘটনার পর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি মরকজ প্রধানের। পরে ভিডিও বার্তায় তিনি জানান, নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। এই ঘটনার পর জামাতের জমায়েতের বিরুদ্ধে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। এমনকী এধরনের কার্যকলাপকে তালিবানি অপরাধ উল্লেখ করে মওলানার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুক্তার আব্বাস নকভিও।