India & World UpdatesBreaking News
মহাজোটে আসুন, নীতীশকে লালুNitish invites Lalu to join Mahagathbandhan
৪ জুনঃ বিজেপি-জেডিইউতে সম্পর্কের টানাপড়েন। সেই সুযোগকে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। নীতীশকুমারকে ফের মহাজোটে সামিল হতে আহ্বান জানালেন দলের সহ-সভাপতি রঘুবংশপ্রসাদ সিংহ। তবে জেডি (ইউ) বা দলনেতা নীতীশকুমার এ নিয়ে এখনও সাড়া দেননি।
সমঝোতা করে ভোটে লড়লেও কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় যায়নি জনতা দল (ইউনাইটেড)। তাতেই বিরোধী শিবির ধরে নিয়েছে, বিজেপির উপর ক্ষুব্ধ বিহারের মুখ্যমন্ত্রী। তাই তাঁকে ফের তাদের মহাজোটে ফেরার প্রস্তাব দিয়েছে আরজেডি। রঘুবংশপ্রসাদ সিংহ সাংবাদিকদের বলেন, ‘‘এ বার সময় হয়েছে মহাজোটে ফেরার। না হলে নীতীশকে শুধু অপদস্থ এবং অপমানই করবে বিজেপি।’’
লালুর ইঙ্গিতেই নীতীশকে এই প্রস্তাব দিয়েছেন রঘুবংশ। কিন্তু আরজেডি তৈরি হওয়ার পর এই প্রথম একটি আসনও পায়নি আরজেডি। এই পরিস্থিতিতে এনডিএ ছেড়ে বিরোধী শিবিরে কি যাবেন নীতীশ, চর্চা চলছে রাজনৈতিক মহলে। জেডি (ইউ) প্রধান এই ইস্যুতে পুরো নীরব।
২০১৭ সালে মহাজোট ছেড়ে এনডিএ-তে শামিল হয়েছিলেন নীতীশ কুমার। কিন্তু গত দু’বছরে তাঁর দল কেন্দ্রের সরকারে কোনও মন্ত্রিত্ব চায়নি। এ বার যেহেতু বিহারে জেডিইউ, বিজেপি এবং এলজেপি জোট বেঁধে লড়েছে এবং ৪০ আসনের ৩৯টিতে জয়ী হয়েছে, তাই নীতীশ কুমার আনুপাতিক হারে মন্ত্রিত্ব দাবি করেছিলেন। অর্থাত দুজনকে মন্ত্রী করতে চেয়েছিলেন তিনি। কিন্তু এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিজেপির সিদ্ধান্ত নিয়েছে, ছোট-বড় শরিককেই একটি করে মন্ত্রিত্ব দেওয়া হবে। সেখান থেকেই নীতীশের ক্ষোভ।