India & World UpdatesHappeningsBreaking News

এক আধিকারিকের করোনা পজিটিভ, নিতি আয়োগের ভবন সিল
Niti Ayog building sealed after an officer tests positive

২৮ এপ্রিল : এক আধিকারিকের করোনা পজিটিভ ধরা পড়ায় দিল্লির নিতি আয়োগের ভবন ৪৮ ঘণ্টার জন্য সিল করে দেওয়া হল। নিতি আয়োগের ভবনে কর্মরত ডিরেক্টর পর্যায়ের এক অফিসারের দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এ সংক্রান্ত রিপোর্ট এসেছে। এ খবর পেয়েই কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টার জন্য নিতি আয়োগের ভবন সিল করে দিয়েছেন। নিতি আয়োগের উপদেষ্টা অলোক কুমার এ খবর জানিয়েছেন।

তিনি আরও জানান, যারা ইতিমধ্যে এই আধিকারিকের সংস্পর্শে এসেছেন, তাদের সেল্ফ কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। ‘আমরা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। স্বাস্থ্য মন্ত্রককেও এ ব্যাপারে জানানো হয়েছে। বাকি স পদক্ষেপও গ্রহণ করা হবে। এজন্যই ভবন ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে’, বলেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি এক কর্মীর করোনা পজিটিভ আসায় বিমান মন্ত্রকের সদর দফতরও সিল করে দেওয়া হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker