Barak UpdatesHappeningsBreaking News
লোপামুদ্রা দাস রায়কে নিরাময়ের ‘এক্সামপ্ল্যারি সোশ্যাল ওয়ার্কার অ্যাওয়ার্ড’Niramoy bestows Lopamudra Das Roy with ‘Exemplary Social Worker Award’
ওয়েটুবরাক, ২০ ডিসেম্বর : ইউএসএ ব্রেস্ট ক্যানসার হাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. লোপামুদ্রা দাস রায়কে ‘এক্সামপ্ল্যারি সোশ্যাল ওয়ার্কার অ্যাওয়ার্ড’ দিল শিলচরের ‘নিরাময় ট্রাস্ট অ্যান্ড স্কুল অব যোগ’। এ উপলক্ষে রবিবার সন্ধেয় এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় নিরাময়-এর নতুন পট্টির অস্থায়ী কার্যালয়ে। উপস্থিত ছিলেন নিরাময় স্কুল অব যোগ-এর চেয়ারম্যান ডা: অজিত ভট্টাচার্য, ট্রাস্টের সভাপতি শোভন ব্যানার্জি, সম্পাদক শতাক্ষী ভট্টাচার্য, তিন বোর্ড সদস্য ড. অপ্রতিম নাগ, জয়দীপ পাল ও ড.তুহিন দেশমুখ্য। তাঁরাই লোপামুদ্রার হাতে প্রথমবারের এক্সামপ্ল্যারি সোশ্যাল ওয়ার্কার অ্যাওয়ার্ডটি তুলে দেন৷
তৃণমূল স্তর থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা কর্মসূচিতে বিশেষ অবদানের জন্য এবার থেকে ‘এক্সামপ্ল্যারি সোশ্যাল ওয়ার্কার অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিরাময়। সংশ্লিষ্ট ব্যক্তির কাজের প্রতি সম্মান, উৎসাহ বৃদ্ধি এবং অন্যদেরও এই ধরনের কাজে আকৃষ্ট করার ভাবনা থেকেই এই উদ্যোগ বলে জানান ডা: অজিত ভট্টাচার্য, শোভন ব্যানার্জি ও শতাক্ষী ভট্টাচার্য৷ তাঁরা প্রথম বছরের অ্যাওয়ার্ডের জন্য ক্যানসার গবেষক ড. লোপামুদ্রাকেই মনোনীত করেন৷
প্রয়াত শিশুচিকিৎসক চন্দ্রশেখর দাস ও ঋতা দাসের একমাত্র কন্যা লোপামুদ্রা ক্যানসার নিয়ে আমেরিকায় কাজ করলেও সুযোগ পেলেই চলে আসেন শিলচরে৷ আর তাঁর শিলচর সফর মানেই গ্রামেগঞ্জে, স্কুলকলেজে গিয়ে ক্যানসার নিয়ে সচেতনতা সৃষ্টি৷ বিশেষ করে স্তন ক্যানসার নিয়ে তাঁর সঙ্গে খোলামেলা কথাবার্তায় অনেক মহিলা উপকৃত হচ্ছেন৷
উল্লেখ্য, শারীরিক ও মানসিক বিকাশের জন্য যোগ সচেতনতায় কাজ করে যাচ্ছে নিরাময়। ইতিমধ্যে, ভারত সরকারের লিডিং যোগ ইনস্টিটিউশন পরমানন্দ ইনস্টিটিউট অব যোগ সায়েন্সেস অ্যান্ড রিসার্চ-এর নর্থ-ইস্টার্ন রিজিওনাল সেন্টার হিসেবেও অনুমোদন পেয়েছে নিরাময়।
Dec. 20: Founder President of Breast Cancer Hub,Lopamudra Das Roy was honoured with ‘Exemplary Social Worker Award’ by Niramoy Trust & School of Yoga. In this connection, a formal programme was organised at the office of Niramoy Trust at Natun Patty, Silchar on Sunday. Present during the occasion were President of the trust Sobhan Banerjee, Secretary Satakshi Bhattacharjee, 3 board members- Dr Apratim Nag, Joydip Paul and Dr Tuhin Deshamukhya. They handed over the award during the programme to Lopamudra Das Roy.
Lopamudra was bestowed the honour for her extraordinary service in spreading mass awareness about cancer among all sections of the society, especially those living below the poverty line. Expressing their views, the office bearers of Niramoy trust stated that such type of awards will definitely inspire others to work for the masses with much vigour. It needs mention here that Niramoy Trust has nominated cancer researcher Lopamudra Das Roy in order to honour her dedicated and selfless service towards the society.
Lopamudra Das Roy is the daughter of Late Chandra Sekhar Das (renowned child specialist) and Rita Das. Though she works on cancer in the USA, yet she often steals time from her busy schedule and comes to Silchar to spread awareness about cancer among the masses. When in Silchar, she visits interior villages, schools, colleges and aware people and students on cancer.