India & World UpdatesHappeningsBreaking News
মদ না পেয়ে স্যানিটাইজার সেবন, মৃত ৯Nine die after consuming health sanitiser
৩১ জুলাই : মদের বদলে স্যানিটাইজার সেবন করে প্রাণ হারালেন ৯ জন। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় শুক্রবার এ ঘটনাটি ঘটেছে। প্রকাশম জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ কৌশল জানান, তিনি কুরিচেদু মণ্ডল হেড কোয়ার্টার সফরে গিয়েছিলেন। তিনি বলেন, সেখানে কিছু মানষ গত কয়েকদিন থেকে জল ও নরম পানীয়ের সঙ্গে স্যানিটাইজার মিশিয়ে পান করছেন। পুলিশ কর্তা বলেন, ‘আমরা এ ব্যাপারে তদন্ত শুরু করেছি। তাঁদের পরিবারের লোকজন জানান, এই লোকেরা গত ১০ দিন ধরে স্যানিটাইজার সেবন করে যাচ্ছেন। এই এলাকায় কত স্যানিটাইজার বিক্রি হয়েছে, তার একটি তালিকা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার জন্য গত কয়েকদিন ধরে কুরিচেদু এলাকায় লকডাউন চলছে। ফলে এখানে যাবতীয় মদের দোকান বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দুই ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনকে দর্শি শহরে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যজন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাণ হারান। তৃতীয় ব্যক্তিকেও রাতে দর্শি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌছার আগেই তিনি প্রাণ হারান। অন্য ৬ জন স্যানিটাইজার সেবনের ফলে হাসপাতালে ভর্তি হন। এঁরা শুক্রবার সকালে মারা যান।