Barak UpdatesHappeningsBreaking News

নীলোৎপল চৌধুরী প্রয়াত
Nilotpol Choudhury passes away

৭ জুলাই: বরাক উপত্যকার বর্ণময় ব্যক্তিত্ব নীলোৎপল চৌধুরী আর নেই৷ মঙ্গলবার দুপুরে শিলচরের এক নার্সিং হোমে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ রেখে গেলেন স্ত্রী কল্যাণী চৌধুরী, একমাত্র পুত্র নীলাক্ষ, পুত্রবধূ সহ অসংখ্য গুণমুগ্ধদের৷

Rananuj

শিলচর শহরের বনেদি পরিবারের সন্তান নীলোৎপল চৌধুরী ওরফে নীলুবাবু বেশ কিছুদিন ধরে ফুসফুসের ক্যানসার সহ কিডনির সমস্যায় ভুগছিলেন৷ কিন্তু প্রচুর প্রাণশক্তির দরুন কিছুদিন আগেও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যোগ দিয়েছেন৷ যে কোনও সঙ্কটে মানুষের পাশে দাঁড়িয়েছেন৷ বুদ্ধি-পরামর্শ দিয়েছেন বহু সংস্থা-সংগঠনকে৷

রাজনীতিবিদ, শ্রমিক সংগঠক হিসাবে জীবনের শুরুতে পরিচিতি গড়ে তুললেও জীবনের শেষদিকে দুই দশক ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন সংবাদজগতের সঙ্গে৷ কিছুদিন আগে পর্যন্ত যুগশঙ্খ গোষ্ঠীর সবকটি পত্রিকায় তিনিই ছিলেন শেষকথা৷ কোথাও ম্যানেজমেন্টের শীর্ষে, আবার কোনও পত্রিকায় সম্পাদক৷ এই সময়ে ছিলেন গতি পত্রিকার পরামর্শদাতা৷

পত্রিকা যে শুধু শখ বা সাধারণ ব্যবসা নয়, শিল্প প্রতিষ্ঠান, বরাক উপত্যকায় নীলুবাবুই তা প্রমাণ করে দেন৷ তাই সামগ্রিক সংবাদজগৎ তাঁর মৃত্যুতে আজ শোকাহত৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker