NE UpdatesBarak UpdatesHappenings
নিলামবাজার গণধর্ষণ: ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চায় ডিএসওNilambazar gang rape: DSO demands trial in fast track court
১৫ নভেম্বর: ত্রিপুরার দুই যুবতী শিলচর থেকে ঘরে ফিরে যাওয়ার পথে করিমগঞ্জ জেলার নিলামবাজারে গণধর্ষণের শিকার হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর আসাম রাজ্য কমিটি। সংগঠনগুলির পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনাই প্রমাণ করছে, আসামে মহিলাদের নিরাপত্তা বলতে কিছু নেই। নিত্যদিন এ রাজ্যে শিশু, কিশোরী, যুবতী ও বৃদ্ধারা অপরাধীদের দ্বারা ধর্ষিত, নিগৃহীত হওয়ার ঘটনা সংঘটিত হচ্ছে৷ কিন্তু সরকার আশ্চর্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
রাজ্যের সর্বত্র মদ, ড্রাগস,পর্ণ ছবি ইত্যাদি সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে সহজলভ্য হয়ে গেছে। এর পরিণতিতেই এই ধরনের নারকীয় ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সংগঠনের পক্ষ থেকে ধর্ষণের ঘটনার সাথে যুক্ত অপরাধীদের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দ্রুত শাস্তি প্রদান করার দাবি জানানো হয়৷ তাঁদের কথায়, বছরের পর বছর এসব মামলা ঝুলিয়ে রেখে অপরাধীদের সমাজে মুক্ত ভাবে ঘুরে বেড়ানোর সুযোগ দেওয়া হয়। যার ফলে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ও সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনা ঘটে চলেছে।