NE UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার থেকে আগরতলায় নৈশ কার্ফুNight Curfew in Agartala from Thursday
ওয়েটুবরাক, ২১ এপ্রিলঃ করোনা সংক্রমণ বেড়ে চলার প্রেক্ষিতে আগরতলায় নৈশ কার্ফু জারি করা হয়েছে। প্রতিদিন রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু বলবৎ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্যোগ মোকাবিলা কমিটির রাজ্য পর্যায়ের চেয়ারম্যান তথা রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ ত্রিপুরাতেও এসে পড়েছে৷ প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷ তাই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরার পরীক্ষাগুলিও স্থগিত রাখা হয়েছে৷ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে আগামী শনি ও রবিবার দেড় লক্ষ পরীক্ষার্থীর নিযুক্তি পরীক্ষায় বসার কথা ছিল৷ তাঁদের পরীক্ষার পরবর্তী তারিখ কোভিড পরিস্থিতি বিবেচনা করে পরে জানানো হবে৷
একই নির্দেশে রাজ্যের যে কোনও প্রান্তে জমায়েত বা লোকসমাগমের ওপরও বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে৷ কোনও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বিনোদনমূলক অনুষ্ঠানে হলঘরের ৫০ শতাংশ আসনের বেশি মানুষ সমবেত হতে পারবেন না৷ ২০০-র বেশি আসনের হলঘর হলে সর্বোচ্চ জমায়েত হবেন ১০০ জন৷ এর বেশি নয়| খোলা মাঠে অনুষ্ঠান হলে ২০০ জন পর্যন্ত অংশ নিতে পারবেন৷ সব ক্ষেত্রেই সকলের মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে৷ তবে যে কোনও অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ থেকে অনুমতি নিতে হবে৷ বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে ১০০-র বেশি মানুষের সমাবেশ হতে পারবে না বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে৷